
ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন-জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা-বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে, বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতায় ব্যবসার বিভিন্ন খাতেই টান পড়েছে। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন, ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই।
২০২৩ সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার ৫ আগস্টের পর হিসাবটা পুরোপুরি উল্টে গেছে।
ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা। আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয় বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা দেয়া হবে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে ৫ হাজার পর্যটক আসতেন কলকাতায়। এখন সেই সংখ্যা নেমে এসেছে দুই থেকে ৩শ’তে।