বর্ণবাদের শিকার হলে মাঠ ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, লা লিগায় এবারের মৌসুমে সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হলে তিনি ও তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থরা মাঠ ছেড়ে চলে যাবেন।

স্পেনে এর আগে একাধিকবার প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। গত বছর ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় তাঁর বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে তোলপাড়ও হয়েছিল ফুটবল–বিশ্বে। সে ঘটনায় তিনজনের কারাদণ্ডও হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছিল, স্প্যানিশ ফুটবলে এ বিষয়ে এটাই প্রথম সাজা দেওয়ার ঘটনা।

রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, লা লিগায় এবারের মৌসুমে সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হলে তিনি ও তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থরা মাঠ ছেড়ে চলে যাবেন।

স্পেনে এর আগে একাধিকবার প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। গত বছর ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় তাঁর বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে তোলপাড়ও হয়েছিল ফুটবল–বিশ্বে। সে ঘটনায় তিনজনের কারাদণ্ডও হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছিল, স্প্যানিশ ফুটবলে এ বিষয়ে এটাই প্রথম সাজা দেওয়ার ঘটনা।

সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘ক্লাবে আমরা এটা (বর্ণবাদ) নিয়ে প্রায়ই কথা বলি। শুধু আমি নই, সব খেলোয়াড়ই বলেছে, এরপর এমন কিছু ঘটলে সবাইকে মাঠ ছাড়তে হবে। তাতে আমাদের অপমান করা লোকজনকে আরও বড় খেসারত দিতে হবে।’

ভিনিসিয়ুস এরপর বলেন, ‘ভ্যালেন্সিয়ায় যা ঘটেছিল, ম্যাচ শেষে সবাই বলেছে, মাঠ ছেড়ে যাওয়াই হবে সঠিক কাজ। কিন্তু আমরা একটি দলের প্রতিনিধিত্ব করছি। স্টেডিয়ামে উপস্থিত সবাই তো আর বর্ণবাদী নন। কেউ কেউ হয়তো শুধু ম্যাচটাই দেখতে এসেছেন। ম্যাচ শেষ করা সব সময়ই খুব কঠিন। কিন্তু যা কিছু ঘটছে এবং দিন দিন পরিস্থিতি যেহেতু আরও খারাপ হচ্ছে, তাই আমাদের মাঠ ছেড়ে যাওয়া প্রয়োজন, যেন যত দ্রুত সম্ভব, পরিস্থিতির পরিবর্তন ঘটে।’

বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে লা লিগা কর্তৃপক্ষ প্রমাণ জোগাড় করে স্থানীয় ‘হেট ক্রাইম’ কৌঁসুলিদের কাছে হস্তান্তর করে। এর আগে একাধিকবার তথ্যপ্রমাণ পেলেও কোনো প্রকার অভিযোগ গঠন করেনি তারা। লিগ কর্তৃপক্ষ এর আগে স্প্যানিশ সরকারকে আইন পাল্টানোর অনুরোধ করেছে, যেন তারা নিজেরাই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ভিনিসিয়ুস অবশ্য এখনই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন স্পেনে।

তাঁর ভাষায়, ‘স্পেনে আমরা এরই মধ্যে পার্থক্য দেখছি ও অনুভব করছি। এখন তারা ফুটবল মাঠে এসব করতে ভয় পায়। সেখানে অনেক ক্যামেরা থাকে। এভাবে আমরা বর্ণবাদ কমিয়ে আনতে পারব। আমরা এটা হয়তো সম্পূর্ণরূপে দূর করতে পারব না। কিন্তু এটা ভেবে খুশি লাগছে যে আমি স্পেনের মানসিকতা পাল্টাতে পেরেছি।’

লা লিগায় আজ রাতে লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

  • Related Posts

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

    দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে…

    Continue reading
    পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

    পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছেন। ১০ এপ্রিল থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে…

    Continue reading

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

    সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

    পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

    পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

    বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, তিন দিনে ২৬ জনের মৃত্যু

    বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, তিন দিনে ২৬ জনের মৃত্যু

    গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির র‌্যালি

    গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির র‌্যালি

    রেকর্ড সংগ্রহের পর রেকর্ড ব্যবধানে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

    রেকর্ড সংগ্রহের পর রেকর্ড ব্যবধানে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

    কনসার্টে গায়ক রুবি পেরেজসহ ১১৩ জনের মৃত্যু!

    কনসার্টে গায়ক রুবি পেরেজসহ ১১৩ জনের মৃত্যু!

    ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, বাংলাদেশিসহ একদিনে উদ্ধার ২ হাজারের বেশি

    ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের ঢল, বাংলাদেশিসহ একদিনে উদ্ধার ২ হাজারের বেশি

    রাজধানীতে ধূলিঝড়ের পর স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে ধূলিঝড়ের পর স্বস্তির বৃষ্টি

    ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

    ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

    লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

    লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি