সেনাবাহিনীর পর নৌবাহিনীর সব সদস্য এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ শুক্রবার জানায়, দেশের চলমান বন্যায় ১১ জেলার ৭৭ উপজেলায় ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। আকস্মিক এই বন্যায় ২ নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার্তদের জন্য নৌবাহিনীর সব সদস্য এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্য এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।