
হাবিবুর রহমান মুন্না।।
ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালাচ্ছে। এই নৃশংস আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না শিশু ও নারীসহ নিরীহ সাধারণ মানুষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার বাংলাদেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়। একইসাথে রাজনৈতিক দলগুলোও নানা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।

এই প্রেক্ষাপটে, কুমিল্লায় বিক্ষোভ মিছিল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৭এপ্রিল) কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে শুরু হওয়া এই মিছিলে জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তাদের সাথে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন—”ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইহুদিদের দালালরা সাবধান”, “নেতানিয়াহুর গালে জুতা মারো তালে তালে”—এই রকম প্রতিবাদী শ্লোগানে মুখর হয়ে ওঠে কুমিল্লার রাজপথ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক ও এনসিপি নেতা আবু রায়হান বলেন, “ইসরায়েলের দখলদার বাহিনী গাজায় মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাই, তিনি যেন জাতিসংঘে ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখেন।”
তিনি আরও বলেন, “এখনই সময় মুসলিম বিশ্বকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।”
একইদিনে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে মিছিল করে। পুরো মহানগরীজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।