টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। মুশফিকুর রহিম নাম লেখালেন আরেকটি অনন্য কীর্তিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩৩ রানে অপরাজিত আছেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ৬ হাজার থেকে ৩০ রান দূরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এখন তার টেস্ট রান ৬,০০৩। ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এসে এই মাইলফলকে নাম লেখালেন মুশফিক।
মুশফিকের আগে টেস্টে ৬ হাজারি ক্লাবে ঢুকতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ৫ হাজারি ক্লাবে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ৫,১৩৪ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে দেশসেরা ওপেনার।
৪ হাজারি ক্লাবে আছেন বাংলাদেশের দুইজন-সাকিব আল হাসান এবং মুমিনুল হক। সাকিব ৭১ টেস্টে করেছেন ৪,৬০৯ রান, মুমিনুল ৬৬ টেস্টে ৪,২৬৯। ৫০ টেস্টে ৩,০২৬ রান নিয়ে পঞ্চম স্থানে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।