
পুরোদস্তুর যুদ্ধ লাগেনি। তারপরও বিমান, মিসাইল ও ড্রোন হামলা-পাল্টা হামলা চলছে। ইতিমধ্যে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভারত-পাকিস্তান বড় যুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে।
এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। তাতেই অনিশ্চয়তার দোলাচলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও জেগেছে বড় ধরনের সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিএসএল খেলতে যাওয়া ওই দুই জাতীয় ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখছে।
বিসিবি থেকে পরপর দুদিন জানানো হয়েছে, রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তার ব্যাপারে বোর্ড সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোনে ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন গতকাল বুধবার সকালেই। আজ বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে বিসিবি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড।
এরই মধ্যে নাহিদ রানা ও রিশাদকে দেশে নিরাপদে ফিরিয়ে আনার চিন্তাভাবনাও চলছে। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের দেশে ফেরায়ও দেখা দিয়েছে বিপত্তি। সেই অনিশ্চয়তা মুক্ত হতে শোনা যাচ্ছে, বিসিবি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে পারে।
পিএসএল কভার করতে যাওয়া পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থানরত সাংবাদিক তাসফিক পলক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জাগো নিউজকে জানিয়েছেন, বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর। পিসিবির সঙ্গে সেভাবে কথাও চলছে। সব ঠিকঠাক হলে দুই ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে।