পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কামব্যাক করেছিল পাকিস্তান। পরের দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছিল তারা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে এই পাকিস্তান পাত্তাই পেলো না।

সিরিজের তিন ম্যাচেই পাকিস্তানকে নাকাল করেছে অস্ট্রেলিয়া, শেষ টি-টোয়েন্টি জিতেছে ৫২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে। এতে করে তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জাতে ডুবলো পাকিস্তান।

ব্যাটাররাই প্রতি ম্যাচে বিপদে ফেলেছেন পাকিস্তানকে। হোবার্টে এই ম্যাচেও অস্ট্রেলিয়ার সামনে মাত্র ১১৮ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছিল সফরকারীরা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুর দিকে কিছুটা চাপে ছিল অস্ট্রেলিয়া। ৪ বলে ২ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরেন ওপেনার ম্যাথু শর্ট। ১১ বলে ১৮ করেন আরেক ওপেনার জ্যাক ফ্রেসার- ম্যাকার্গ, তাকে আউট করেন জাহানদাদ খান।

জস ইঙ্গলিশ ধরে খেলছিলেন। ২৪ বলে ২৭ রানে তিনি আব্বাস আফ্রিদিকে উইকেট দেন। তখনও কোনোমতে লড়াইয়ে টিকে ছিল পাকিস্তান। কিন্তু এরপর মার্কাস স্টয়নিস সব শেষ করে দিয়েছেন।

পাকিস্তানের পেস আক্রমণের দুই সেরা অস্ত্র হারিস রউফের এক ওভারে দুইটি করে ছয়-চার আর শাহিন শাহ আফ্রিদির এক ওভারে দুই ছক্কা আর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন স্টয়নিস।

২৭ বলে ৫টি করে চার-ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন অসি এই অলরাউন্ডার। টিম ডেভিড অপরাজিত থাকেন ৩ বলে ১ ছক্কায় ৭ রানে।

এর আগে অসি বোলারদের তোপে ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে গেছে সালমান আলি আগার দল।

সোমবার হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ৬১ রান পর্যন্ত সফরকারীদের ছিল ১ উইকেট। দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনের বলে আউট হন পাকিস্তান ওপেনার সাহেবজাদা ফারহান (৭ বলে ৯)।

দলীয় ৬১ রানে হাসিবুল্লাহ খান আউট পরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৯১ রানে চলে যায় ৭ উইকেট। অর্থাৎ ৩১ রান তুলতেই ৬ উইকেট হারায় পাকিস্তান। আসা যাওয়ার মিছিলে ছিলেন উসমান খান (৪ বলে ১), সালমান আলি আগা (৯ বলে ১), ইরফান খান (৮ বলে ১০), আব্বাস আফ্রিদি (৮ বলে ১)।

বাবর আজম আউট হন ২৮ বলে ৪১ রান করে। পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান এটিই। ব্যাটিং ধসের মধ্যে আউট হন এই ডানহাতি।

শাহিন শাহ আফ্রিদির ১২ বলে ১৬ রানের ইনিংসে ১০০ পার করে পাকিস্তান। শেষদিকে ১ রানে ৩ উইকেট হারালে ১৮.১ ওভারেই গুটিয়ে যায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন অ্যারন হার্ডি। ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।

  • Rofiq Kazi

    Related Posts

    দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

    দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমের স্টিলফন্টেইন প্রদেশের একটি অব্যবহৃত খনিতে অন্তত ৪ হাজার অবৈধ খনি শ্রমিক আটকা পড়ে আছে। বিষয়টি নিশ্চিত করে স্টিলফন্টেইনের প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বর্তমানে স্থগিত…

    Continue reading
    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজটির ১৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে তারা সচিবালয়ের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

    দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকা ৪ হাজার অবৈধ শ্রমিক

    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    তিতুমীর কলেজ এবার সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    ইউক্রেনের ওডেসায় রাশিয়ার হামলায় নিহত ৮

    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে এলেন মিয়ানমারের ৫৬ নাগরিক

    জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

    জাকারিয়া পিন্টুর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

    অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    অবশেষে সিনেমার শুটিংয়ে আফরান নিশো

    সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

    সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন ইমরুল কায়েস

    তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

    তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন সড়ক-রেলপথ অবরোধ ৪টা পর্যন্ত, এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত

    ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে নিহত ৮

    ফিলিপাইনে সুপারটাইফুন-ভূমিধসে নিহত ৮

    মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

    মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে