নিলামে নাম দিলেই বিদেশি ক্রিকেটারদের শাস্তি দেবে আইপিএল!

বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন আইন করার প্রস্তাব দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রস্তাবে বলা হয়েছে, নিলামে নাম দিয়ে যদি কোনো ক্রিকেটার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সরে যায়, তাহলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। এই ব্যাপারে বৈঠকে সম্মতও হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

গত বুধবার বৈঠক করেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড় ধরে রাখা, মেগা নিলাম কয় বছর পরপর হবে, ইমপ্যাক্ট বদলির নিয়ম রাখা হবে কি না- ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক হয়েছিল। সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়।

শুরুতে কিছু দল এই প্রস্তাব তুললেও পরে সবাই তাতে সম্মত হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো বিদেশি ক্রিকেটার যদি নাম দিয়েও আসর শুরুর আগে সরে যায় তাহলে তাকে দুই বছরের নির্বাসন দেওয়া হবে। তবে চূড়ান্তভাবে এই প্রস্তাব পাস হবে কিনা- সেটি এখনো স্পষ্ট নয়।

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা শুরুর আগমুহূর্তে আইপিএল থেকে চলে যাওয়ার ঘটনা ঘটছে নিয়মিত। এতে নিজেরা ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যে কারণে ক্ষতি থেকে বাঁচতে এই আইনের প্রস্তাবনা দিয়েছেন তারা।

তবে কোনো ক্রিকেটার যদি যৌক্তিক কারণ দেখিয়ে যায়, তাতে বাধা দেবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এক্ষেত্রে তিনি যদি দেশের জন্য খেলতে যান অথবা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, আইপিএলের দলগুলো তাকে ছাড়তে রাজি আছে।

ফ্র্যাঞ্চাইজিগুলো দাবি, বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয়। সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান, বেশি টাকা পেলে খেলতে রাজি। নিলামে কম টাকা পাওয়ায় খেলবেন না তিনি।

সাম্প্রতিক আসরগুলোতে আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না বিদেশি ক্রিকেটারেরা। মিনি নিলামে নাম লেখাতেই আগ্রহ তাদের। এই ধরনের নিলামে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তারা এমনটি করছেন। এটাও বন্ধ করার উদ্যোগ নিতে চায় দলগুলো।

  • MILLENNIUMTVAMERICA

    Related Posts

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে পাওয়া গোলটিই হতো পারতো আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু দারুণ সে গোলটি নিষ্প্রভ হয়ে গেল ভিনিসিউসের মতো তারকার পেনাল্টি মিসে। অবশ্য ব্রাজিল থেকে পয়েন্ট আদায় করে নেয়ার কৃতিত্বটা তেলাসকো…

    Continue reading
    ৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

    বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা, ৭ ওভারের ম্যাচ। ধুমধারাক্কা ব্যাটিং ছাড়া জেতার উপায় নেই। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন অস্ট্রেলিয়ার কাছে। ৯৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭