
যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী, বিশিষ্ট উপস্থাপক ও সংগঠক, মিলেনিয়াম টিভি ইউ এস এ এবং মিলেনিয়াম নিউজ টুয়ান্টিফোর এর সিনিয়র রিপোর্টার মোঃ জহিরুল হক বশির জানান – ৯ মে ২০২৫, জুমাবার সন্ধ্যায় কুইন্সের উডসাইড এলাকার ‘গুলশান টেরেসে’ আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের প্রধান আয়োজক ও জেমিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব বেলাল আহমেদ অতিথিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জেমিনি সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার জনাব শাহ্ নেওয়াজ এবং মিসেস রানো আমেনা নেওয়াজ। তাঁরা জেমিনির পথচলার ভূয়সী প্রশংসা করে বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে জেমিনি প্রবাসীদের তথ্য, সংস্কৃতি ও সংযোগের একটি দৃঢ় মাধ্যম হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ঠিকানা’ পত্রিকার সম্পাদক এম এম শাহীন, যিনি টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের সম্মানজনক পারিশ্রমিকসহ সাংবাদিকতা পেশার নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অতিথিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সফল ও প্রাণবন্ত করে তোলে।

শেষপর্বে রাতের খাবার পরিবেশন করা হয় অতিথিদের মধ্যে, যা এই আনন্দঘন আয়োজনে নতুন মাত্রা যোগ করে। সবার অংশগ্রহণে প্রবাসে এমন একটি সাংস্কৃতিক ও সাংবাদিকতাধর্মী আয়োজন সত্যিই ছিল প্রশংসনীয়।
জেমিনি ম্যাগাজিনের জন্যে সবাই আন্তরিক শুভকামনা জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।