নাটোর শহরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই বাড়ি থেকে নগদ টাকাসহ ছয় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মীরপাড়া ও পালপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযানে নেমেছে।
ভুক্তভোগীরা হলেন, মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা ও পালপাড়া এলাকায় স্বপন কুন্ডু।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোরে শহরের মীরপাড়া সাহাপাড়া এলাকার বাসিন্দা উত্তম সাহা পূজার জন্য ফুল কুড়াতে বাসার বাহিরে বের হন। এসময় তিনি ফুল নিয়ে ঘরে প্রবেশের সময় ৫/৬ জন দুর্বৃত্তের দল তাকে ঘিরে ধরে এবং তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাসায় ঢুকে পড়ে। এরপর তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১০০ টাকা নিয়ে তার দাদার ঘরের দরজা ভেঙে বৌদি ও ভাইপোর গলায় ছুরি ধরে ১০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে চলে যায়।
পরে একই কায়দায় পার্শ্ববর্তী পালপাড়া এলাকার বাসিন্দা স্বপন কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকানো থাকায় ভয়ে তারা চিৎকার করতে পারেননি বলে দাবি করেন ভুক্তভোগীরা।
ওসি বলেন, অভিযোগ পেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। জড়িতরা যেহেতু মুখোশ পড়া অবস্থায় ছিলেন সেজন্য তাদের শনাক্ত করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আশা করছি, দ্রুত সময়ের মধ্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।
এদিকে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শহরের পালপাড়া এলাকায় জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে সড়ক দিয়ে মুখোশ পড়া অবস্থায় ছয়জন যুবককে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরই এক ব্যক্তি একটি বাসা থেকে বের হয়ে সড়কের পাশে একটি ফুল গাছ থেকে ফুল কুড়াচ্ছেন। এরপর মুখোশ পড়া দুই যুবক হাতে অস্ত্র নিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায় বাসার দিকে যাচ্ছে।