টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। আজ (১৪ ডিসেম্বর) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নতুন অতিথি আগমনে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া বইছে।
কোয়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আনন্দের সংবাদ ভাগ করে নিয়েছেন। জানা গেছে, মা ও সন্তান সুস্থ আছেন।
কোয়েলর প্রথম পুত্রসন্তানের নাম কবীর। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল।
ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছিলেন। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।