
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রায় ছয় ঘণ্টা ধরে উদ্ধার কাজ চললেও এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং মূল উদ্ধার কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকাল আটটার আগেই উদ্ধার কাজ শেষ হবে।
রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে আসা ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হয়, ফলে প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সিলেট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি, যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি বিরাজ করছে।
স্টেশন সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ বিলম্বিত হলে সকালে সিলেট থেকে ঢাকাগামী ও চট্টগ্রামগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ঘটতে পারে। ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ট্রেনগুলোকেও মোগলাবাজার এলাকায় অপেক্ষা করতে হবে, যতক্ষণ না লাইনচ্যুত বগিটি সরানো হয়।
এদিকে, স্টেশনে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে সরকারি ছুটির পর রোববার অফিস ধরতে পারবেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসা সংক্রান্ত জরুরি যাত্রার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন অনেকে।
স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হলেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।