ঢাকায় নতুন অ্যালবামের ঘোষণা দিল পাকিস্তানের ‘জাল’

ঢাকায় এসেছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। প্রায় এক দশক পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে তারা। বর্ষাস্নাত ঢাকায় দলটি ঘোষণা করেছে তাদের নতুন অ্যালবামের নাম বারিশ। জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনে দেশের দুটি ব্যান্ডকে নিয়ে তারা গান শোনাবে বাংলাদেশের শ্রোতাদের।

আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে ছিল সেই কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলন। অ্যাসেনের আয়োজনে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে (২৭ সেপ্টেম্বর) শুক্রবার রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় রয়েছে কনসার্ট। জাল ব্যান্ডের জনপ্রিয় ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্‌যাপনী এই কনসার্টে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস। একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তি উদ্‌যাপনী কনসার্ট এটি।

সংবাদ সম্মেলনে জালের ভোকাল গওহর মুমতাজ বলেন, ‘বারিশ’ জালের নতুন অ্যালবাম, ১০ বছর পর। এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন ‘বারিশ’র গান শোনাবো আপনাদের। ভাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন বলেন, ‘একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস ব্যান্ডের) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।’

‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন। তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন, ‘ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেসার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট। জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অর্থহীন তাদের বেস্টটা দিতে যাচ্ছে এই কনসার্টে।’

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে জাল। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে দলে যোগ দেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ ছাড়া ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ এবং শাহজির মতো শিল্পীরা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দলটির জনপ্রিয়তা রয়েছে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। মুক্তির পর অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো ভীষণ জনপ্রিয়তা পায়। আগামীকাল ২৭ সেপ্টেম্বর ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি। ২০ বছর পর ‘আদাত’ অ্যালবামের বোনাস ট্র্যাক হিসেবে গত ৩০ আগস্ট প্রকাশিত হয় ‘সুন সারকার’ গানটি।

‘আদাত’ প্রকাশের পর পুরো উপমহাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে জালের নাম। বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পায় তাদের গানগুলো। ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল জাল। তারপর গত ১২ বছর বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান ও পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডসে গান গেয়ে নতুন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর‌ মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

ঢাকার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন, “আদাত” অ্যালবামের ২০ বছর, ভাইকিংসের ২৭ বছর উদযাপন, জাল কষ্ট করে এসেছে, অর্থহীনের সুমন ভাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন, এতকিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে।’

  • Related Posts

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮৭ আসামিসহ ১৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে পুলিশ সদরদপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। এসব শিক্ষার্থী মূলত ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার জন্যই টার্গেট হয়েছেন বলে অভিযোগ উঠেছে।…

    Continue reading

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর