ডিবি থেকে হারুনকে বদলি , ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ডিবি থেকে হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ।

তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।

  • Related Posts

    রাজধানীতে কালবৈশাখী ঝড়

    রাজধানী ঢাকা ও আশপাশ অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী বয়ে যাচ্ছে। আজ রোববার রাত ১০টার দিকে কোথাও কোথাও ঝড় শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে ঝড় তীব্র হয়। রাজধানীতে চলতি বছর এ…

    Continue reading
    ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ

    গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এ ধারাবাহিকতা আাগমী ১২০ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে…

    Continue reading

    রাজধানীতে কালবৈশাখী ঝড়

    রাজধানীতে কালবৈশাখী ঝড়

    ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ

    ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ

    ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

    ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

    গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক

    গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক