
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম চিনগী চাকমা (৫৫)। তিনি রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় তার স্বামী সুরেশ চাকমাও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চিনগী চাকমা ও সুরেশ চাকমা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নিয়ে যান।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব জানান, হাসপাতালের আনার আগেই নারীর মৃত্যু হয়। তার স্বামীও গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল আহমেদ জানান, চালক হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।