অকালপ্রয়াত বাংলা সংগীতের কিংবদন্তি গীতিকবি সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর উদযাপিত হয় ‘সঞ্জীব উৎসব’। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উদযাপিত হবে এ উৎসব।
এই উৎসবটি আয়োজন করেছে আজব কারখানা। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। তরুণ প্রজন্মের কাছে চির প্রাসঙ্গিক এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত সঞ্জীব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সঞ্জীব উৎসব।
এবারের সঞ্জীব উৎসবে গান পরিবেশন করবেন দেশের প্রতিভাবান শিল্পীরা। গাইবেন জয় শাহরিয়ার, সন্ধি, সাহস মোস্তাফিজ, তুহিন কান্তি দাস, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন, নাহিদ হাসান, ফারাহ দীবা তাসনিম, রাজেশ মজুমদার, অন্তু দাশ এবং সাদী শাহনেয়াজ।
সঞ্জীব চৌধুরীর অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই উৎসবটি প্রতিবছর আয়োজিত হয়ে আসছে।
১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃজনশীল লেখক ও সাংবাদিক।
গানের প্রতি আলাদা ভালোবাসা থাকায় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সঞ্জীব চৌধুরী দেশের প্রথম সারির গণমাধ্যমে কাজের পাশাপাশি চালিয়ে গেছেন সংগীত-সাহিত্য চর্চাও।
পুরানো প্রজন্মের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় সঞ্জীব চৌধুরীর গাওয়া গান। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: ‘আমি তোমাকেই বলে দেব’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘স্বপ্নবাজি’, ‘গাড়ি চলে না’, এই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না’, ‘বায়োস্কোপ’ ইত্যাদি।