জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বাইডেনের বৈঠক

ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার উদ্বেগ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ করা হলে দেশটিকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা নিরসনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। খবর বিবিসির।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। তার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইরান একই সঙ্গে কঠোর প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে দেশটি। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো এই হত্যার দায় স্বীকার করেনি।

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এবং দেশটিতে অবস্থানরত বিভিন্ন মিলিশিয়া সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই বিভিন্ন দেশ লেবাননে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।

সোমবারের বৈঠকে বাইডেন জানান, ইরান কবে, কখন ইসরায়েলে হামলা চালাবে সে বিষয়টি পরিষ্কার নয়। তবে একদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন যে, ইরান এবং হিজবুল্লাহ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েল আক্রমণ করতে পারে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, আমরা ইরান এবং ইরানপন্থিদের হামলার হুমকি সম্পর্কে তথ্য পেয়েছি। আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা এবং ইসরায়েলকে আবার আক্রমণ করা হলে সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মার্কিন বাহিনীর ওপর যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন রকেট হামলায় বেশ কয়েকজন মার্কিন কর্মী আহত হন।

  • Related Posts

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪

    গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের ছোড়া রকেট হামলার পর এই বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে…

    Continue reading
    ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

    রাজাধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবার ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংঘটিত হয়েছে।  দেশটির হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসেন। এদিন প্রায় ১,২০০টি আলাদা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।  এই বিক্ষোভ প্রেসিডেন্ট…

    Continue reading

    রাজধানীর বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৬ জন ঢাকা মেডিকেলে

    রাজধানীর বংশালে অগ্নিকাণ্ডে নিহত ১, ধোঁয়ায় অসুস্থ ৬ জন ঢাকা মেডিকেলে

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪

    গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪

    দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

    দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

    গুজরাটের দাপুটে জয়ের ম্যাচে টানা চতুর্থ হার হায়দরাবাদের

    গুজরাটের দাপুটে জয়ের ম্যাচে টানা চতুর্থ হার হায়দরাবাদের