
পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে খেলতে নামা গুজরাট টাইটান্স বেশ ভালো সংগ্রহই গড়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। শুভমান গিল আর জস বাটলারের ব্যাটে চড়ে ৪ উইকেটে ২০৯ তুলেছে তারা। অর্থাৎ তলানির দিকে থাকা রাজস্থানের জিততে হলে করতে হবে ২১০ রান।
জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে গুজরাট টাইটান্স। দুই ওপেনার শাই সুদর্শন আর শুভমান গিল ৬ ওভারের পাওয়ার প্লেতে তুলে দেন ৫৩ রান। অবশেষে তাদের ৯৩ রানের মারকুটে জুটিটি ভাঙে ১০ ওভার পার করে। ৩০ বলে ৩৯ করে ফেরেন সুদর্শন।
দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু গুজরাট অধিনায়কের আশা পূরণ হয়নি, থামতে হয়েছে ৮৪ রানে। ৫০ বলের ইনিংসে ৫টি চার আর ৪টি ছক্কা হাঁকান গিল।
এরপর ওয়াশিংটন সুন্দর ফিরে যান ৮ বলে ১৩ করেই। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানো রাহুল তেয়াতিয়ার ব্যাট থেকে আসে ৪ বলে ৯। ২৬ বলে ৩ চার আর ৪ ছক্কায় ফিফটি পূরণ করেন জস বাটলার।
মাহিশ থিকসানা ৩৫ রানে নেন ২টি উইকেট।