কার্তিকের সর্বকালের সেরা ভারতীয় একাদশে নেই ধোনি

দুজনই উইকেটরক্ষক। মহেন্দ্র সিং ধোনি যখন অটোচয়েজ হয়ে যান, স্বাভাবিকভাবেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় দিনেশ কার্তিকের। ক্যারিয়ারের বড় একটা সময় ধোনির ছায়ার নিচে চাপা পড়ে থাকতে হয়েছে কার্তিককে। সেই হতাশা থেকেই কি এবার ভারতের সর্বকালের সেরা একাদশে ধোনির নামটিই রাখলেন না!

সব ফরম্যাট মিলিয়ে কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি ধোনির। ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হন ধোনি। অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও তার খ্যাতি। ক্যাপ্টেন হিসেবে ভারতকে ৩টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। সেই ধোনিকেই বাদ দিয়েছেন কার্তিক।

অবশ্য একা ধোনিই নন, বাদ পড়েছেন অনেকেই। সৌরভ গাঙ্গুলির নাম নিয়ে আলোচনা করেননি কার্তিক। যদিও তিনি দলে রেখেছেন শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়কে। বীরেন্দ্র শেবাগকে সর্বকালের সেরা দলের ওপেনার নির্বাচিত করেছেন কার্তিক। জায়গা হয়নি সুনিল গাভাস্কারের।

অবশ্য কার্তিক নিজের বেছে নেওয়া সেরা দলে কোনও উইকেটরক্ষককে রাখেননি। ওপেনে শেবাগের সঙ্গে তিনি রোহিত শর্মাকে জায়গা করে দিয়েছেন। তিন নম্বরে রেখেছেন রাহুল দ্রাবিড়কে, চারে শচিন টেন্ডুলকার। বিরাট কোহলিকে রেখেছেন পাঁচ নম্বরে।

ছয় ও সাত নম্বরে কার্তিক বেছে নিয়েছেন দুই স্পিনিং অলরাউন্ডার যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজাকে। অফস্পিনার হিসেবে দলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে। লেগস্পিনার হিসেবে কার্তিকের দলে রয়েছেন অনিল কুম্বলে। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে রয়েছেন জাসপ্রিত বুমরাহ ও জহির খান।

কার্তিক দ্বাদশ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন হরভজন সিংকে। যদিও তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে, গৌতম গম্ভীরের মতো একাধিক ক্রিকেটার রয়েছেন, যাদের সর্বকালের সেরা দলে জায়গা পাওয়া উচিত। তবে এগারোজনের স্কোয়াডে তো সবাইকে জায়গা করে দেওয়াও সম্ভব নয়।

কার্তিকের বেছে নেওয়া ভারতের সর্বকালের সেরা একাদশ
বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ ও জহির খান।

  • Rofiq Kazi

    Related Posts

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে পাওয়া গোলটিই হতো পারতো আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু দারুণ সে গোলটি নিষ্প্রভ হয়ে গেল ভিনিসিউসের মতো তারকার পেনাল্টি মিসে। অবশ্য ব্রাজিল থেকে পয়েন্ট আদায় করে নেয়ার কৃতিত্বটা তেলাসকো…

    Continue reading
    ৭ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

    বৃষ্টির কারণে কার্টেল ওভারের খেলা, ৭ ওভারের ম্যাচ। ধুমধারাক্কা ব্যাটিং ছাড়া জেতার উপায় নেই। কিন্তু পাকিস্তানি ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন অস্ট্রেলিয়ার কাছে। ৯৪ রান তাড়া করতে গিয়ে ইনিংসের শুরুতেই ম্যাচ…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭