কাকরাইল মসজিদ ঘিরে উত্তেজনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

মাওলানা মোহাম্মদ জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে চলমান বিবাদের জেরে উত্তেজনার প্রেক্ষিতে রাজধানীর কাকরাইল মসজিদের আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার সকাল থেকেই মাওলানা জোবায়েরের অনুসারীরা মসজিদে শক্ত অবস্থান নিয়ে মাওলানা সাদের অনুসারীদের প্রতিহত করার ঘোষণা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকাল থেকে কাকরাইল মসজিদের আশপাশে বিপুলসংখ্যক আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মসজিদের আশপাশে সরেজমিন দেখা গেছে, স্থানীয় মুসল্লি ও মাওলানা জোবায়েরের অনুসারীরা অবস্থান নিয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদের প্রধান ফটক বন্ধ করে দেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। গেটে অবস্থান নেওয়া সমর্থকরা বলতে থাকেন, ভেতরে নামাজের জায়গা নেই। আশপাশের অন্য মসজিদে নামাজ পড়ে আসেন। এ সময় অনেকে মসজিদের সামনে অবস্থান নিলে মূল সড়কের অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে।

পরে দুপুর ১টার দিকে তাদের একে একে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

মসজিদের গেটের ভেতর থাকা মাওলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীরা জানান, তারা মাওলানা সাদের অনুসারীদের ভেতরে প্রবেশ করতে দেবেন না।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম যুগান্তরকে বলেন, কাকরাইল মসজিদে গত ৫ থেকে ৬ বছর ধরে একটি রেওয়াজ ছিল ৪ সপ্তাহ থাকবে মাওলানা জোবায়েরপন্থি, এর পরের ২ সপ্তাহ থাকবে সাদপন্থি। পরিস্থিতি যখন খারাপের দিকে গেল, তখন মন্ত্রণালয় থেকেই সিদ্ধান্ত হয়েছে এখন থেকে এই মসজিদকেন্দ্রিক কাউকে ঝামেলা করতে দেওয়া হবে না। সাধারণ মুসলি­ যারা আছেন, তারা সচরাচর যেভাবে নামাজ পড়েন সেভাবে পড়বেন।

তিনি আরও বলেন, আজ আমাদের জন্য একটি টেস্ট কেস ছিল। সকাল থেকেই আমরা ভালো ভাবে অবস্থান নিয়েছি। আমাদের পর্যাপ্ত সদস্য উপস্থিত ছিলেন। মাওলানা সাদপন্থি কেউ আসেননি। পরিস্থিতি ভালো ছিল। সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভাবে নামাজ পড়েছেন। এখনো পরিস্থিতি ভালো আছে। সাধারণ মানুষ চান, ধর্মকে কেন্দ্র করে যেন ঝামেলা না হয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়-২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকতে এবং একই তারিখ থেকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদেরও কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • Related Posts

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ বছর বয়সী মেয়ে তানজিলার পর মা মানসুরাও (৩৫) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading
    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ…

    Continue reading

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    গ্যাস লিকেজ থেকে আগুন: ছোট মেয়ের পরে মারা গেলেন মাও

    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়েও

    কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    কুমিল্লায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

    মোস্তাফিজের কিপটে বোলিংয়ের পরও হার দিল্লির, প্লে-অফে গুজরাট

    জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

    জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন, জানালেন নিজেই

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কারের আহ্বান মানবাধিকার গোষ্ঠীর

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ পদ্ধতি সংস্কারের আহ্বান মানবাধিকার গোষ্ঠীর

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯