কমলা হ্যারিসের প্রশংসায় মল্লিকা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার প্রশংসা করলেন বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে তিনি একজন ‘স্বনির্মিত’ ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। তার মতে নিজের মেধা, গুণ ও যোগ্যাতায় এ পর্যন্ত এসেছেন কমলা।

মল্লিকা শেরাওয়াত বলেন, ‘তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতে বিরল। এমনকি ভারতের ঐতিহ্যবাহী রাজনীতিক পরিবারেও এমন নারী রাজনীতিক নেই। তিনি তার কর্মে অনন্য।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে মল্লিকা কমলাকে নিয়ে প্রশংসাসূচক কথাগুলো বলেন। এতে কয়েকজন সাংবাদিক তাকে ‘প্রতিক্রিয়াশীল’ বলে মন্তব্য করলেও দমেননি মল্লিকা।

ওসব মন্তব্যের জবাবে মল্লিকা বলেন, ‘অনেক আগেই আমি কমলা হ্যারিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম। তখন বলেছিলাম, তিনি এমন প্রভাবশালী যে, তিনি যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যাতা রাখেন।’ এবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী কমলার প্রশংসা করলেন।

এর আগে ২০০৯ সালে কমলা হ্যারিসকে নিয়ে একটি টুইট করেছিলেন মল্লিকা। সেটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। সে বছর মল্লিকা যুক্তরাষ্ট্রে যাওয়া পর টুইটে লেখেন, এক নারীর সঙ্গে একটি অভিনব অনুষ্ঠানে মজা করেছি, যাকে লোকে বলে, তিনি মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন। তিনি কমলা হ্যারিস।’

বলিউডের গ্লামারকুইন মল্লিকা শেরাওয়াত ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। একসময়ের দাপুটে এ নায়িকা ১০ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে। ২০০২ সালে ‘জিনা স্রেফ মেরে লিয়ে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মল্লিকার। সিনেমায় আসার আগে টেলিভিশন বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

হিন্দির পাশাপাশি তামিল, কন্নড়, ইংরেজি এবং চীনা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন মল্লিকা। ‘খোয়াইশ’ ও ‘মার্ডার’ সিনেমায় তার সাহসী উপস্থিতি তাকে আলোচনায় নিয়ে আসে। ২০০৬ সালের ‘পেয়ার কে সাইড এফেক্টস’-এ তার অভিনয় দেখে সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছিলেন। এরপর ‘আপ কা সুরুর: দ্য রিয়েল লাভ স্টোরি’ ও ‘ওয়েলকাম’-এর মতো সফল সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।

মল্লিকা শেরাওয়াতের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘দাশাবাতারাম’, ‘মান গায়ে মুঘল-ই-আজম’, ‘আগলি অওর পাগলি’, ‘হিসসস’, ‘কিস কিস কি কিসমাত’, ‘শাদি সে পেহলে’, ‘গুরু’ ও ‘ডাবল ধামাল’। মল্লিকা ১৯৭৬ সালের ২৪ অক্টোবর ভারতের হরিয়ানার হিসার জেলার মথ গ্রামের একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ‘রীমা লাম্বা’।

  • Rofiq Kazi

    Related Posts

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ…

    Continue reading
    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় যাত্রীদের জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই লাউঞ্জে ওয়েটিং এরিয়া,…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭