এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাদের সান্ত্বনা দেন কর্মকর্তারা।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

বন্ধ ঘোষণা করা এ ছয়টি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড–নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

এদিন বেলা সাড়ে তিনটার সময় কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডে গিয়ে দেখা যায়, শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন। তারা আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।

তবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দীন বলেন, ‘আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হলো। কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিল, জানি না। আমরা এ পরিস্থিতিতে আকাশ থেকে পড়লাম।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে গ্রুপটি ইসলামী ব্যাংক দখল করে নেয়। এরপর আরও একাধিক ব্যাংক ও বিমা দখল করে নামে-বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় গ্রুপটি। পাশাপাশি গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও ঋণ অনুমোদন করা হয়।

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ডিজিএফআইয়ের সহায়তায় কয়েকটি ব্যাংক দখল করার পর ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার সহযোগীরা ‘অন্তত’ ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার ব্যাংকব্যবস্থা থেকে ‘বের করে নিয়েছেন’।

  • Related Posts

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    পাকিস্তানি ক্রিকেটাররা সাম্প্রতিক ম্যাচগুলোতে শক্তিশালী পারফরম্যান্সের কারণে আইসিসি র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ৩-০ সিরিজ জয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়া সাইম আয়ুব দুটি সেঞ্চুরি করে…

    Continue reading
    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে গিয়েছিলেন জ্যেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে গতকাল ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে মেহজাবীনকে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। প্রদর্শনীর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    শীর্ষে বাবর, দুই সেঞ্চুরির পুরস্কার পেলেন সাইম

    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    মেহজাবীন প্রসঙ্গে যা বললেন জয়া আহসান

    ১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

    ১৫ বছর পর ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ-এ নতুন নির্বাচিত কমিটি

    ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

    ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপন

    বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    বড়দিন উদযাপনের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    জাহাজে ৭ খুনের নেপথ্যে

    জাহাজে ৭ খুনের নেপথ্যে

    শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা

    শীর্ষ দশে মেহেদী, ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থানে তাসকিন, রিশাদ,তানজিম, হাসানরা

    টিএসসিতে কাল ‘সঞ্জীব উৎসব’

    টিএসসিতে কাল ‘সঞ্জীব উৎসব’

    কুয়ালালামপুর বিমানবন্দর ‘কাউন্টার সেটিংয়ের’ অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ফেরত পাঠালো মালয়েশিয়া

    কুয়ালালামপুর বিমানবন্দর ‘কাউন্টার সেটিংয়ের’ অপেক্ষায় থাকা বাংলাদেশিদের ফেরত পাঠালো মালয়েশিয়া

    আজ বড়দিন, গির্জায় গির্জায় চলছে প্রার্থনা

    আজ বড়দিন, গির্জায় গির্জায় চলছে প্রার্থনা