অস্কার কোয়ালিফায়েড ১৯তম তাসভির চলচ্চিত্র উৎসব ও মার্কেটে নির্বাচিত হয়েছে নির্মাতা শাহনেওয়াজ খান সিজুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সিনেকুয়েস্টে নির্বাচিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো কোনো অস্কার কোয়ালিফায়িং উৎসবে জায়গা পেল ছবিটি।
দক্ষিণ এশিয়ার ১১০ চলচ্চিত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিয়াটল শহরে আগামী ১৫ থেকে ২০ অক্টোবর উৎসবের এবারের আসর বসছে। ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্র সময় দুপুর দুইটায় ‘নট আ ফিকশন’ সিনেমার সিয়াটল প্রিমিয়ার হবে।
এতে অংশ নিতে ১৩ অক্টোবর সিয়াটলের উদ্দেশে রওনা দেবেন নির্মাতা শাহনেওয়াজ খান।
এতে ফিল্ম মার্কেট সেশনের কি-নোট স্পিকার হিসেবে থাকবেন ভারতীয়-কানাডীয় নির্মাতা দীপা মেহতা। এ ছাড়া অমিতাভ বচ্চন, বাবিল খান, পায়েল কাপাডিয়াসহ আরও অনেকে থাকবেন।
নির্মাতা শাহনেওয়াজ খানের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন কান চলচ্চিত্র উৎসবের ফিপ্রেস্কি জুরি এবং সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এতে অভিনয় করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান।
নির্মাতা জানান, ‘মাসখানেকের মধ্যেই ঢাকার মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার অথবা ইএমকে সেন্টারে প্রথম প্রিমিয়ারটা অনুষ্ঠিত হবে। এরপর প্রকাশ্যে মুক্তি দেব ছবিটি।’