
পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে আদিবাসী ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এলে সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর চড়াও হয় পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেরিকেড সরিয়ে ছাত্র-জনতা ঢোকার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। শিক্ষার্থীরা কার্জন হলের সামনে গেলে আবারো ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক ছাত্রী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে এক পথচারীরও পা ভেঙে গেছে। এ নিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘আন্দোলনকারীরা বেরিকেড ভেঙে ফেলায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।’
এর আগে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। এনসিটিবি কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা বলেন, গতকাল এনসিটিবির সামনে ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগ চান সংক্ষুব্ধ ছাত্র-জনতা।
জড়িতদের দ্রুত গ্রেফতারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরায়েরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।