ভারতের মাটিতে তাদেরকেই হারানো, যেকোনও দলের জন্যই রীতিমতো এটা একটি বিশাল চ্যালেঞ্জ। গত এক যুগ ধরে ঘরের মাটিতে টেস্ট সিরিজ না হারার বিশ্বরেকর্ডটি ক্রমেই লম্বা করে চলছিল ভারত। অবশেষে নিউজিল্যান্ডের কাছে থমকে যেতে হলো টিম তাদের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ১১৩ রানে হারিয়েছে কিউইরা। আর তাতেই এক যুগ পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল ভারত।
২০১২ সাল থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি কোনও দল। এই ১২ বছরের মধ্যে প্রথম কোনও দল হিসেবে ভারতে টেস্ট জয়ের কীর্তি গড়লো নিউজিল্যান্ড। এর আগে ভারতের মাটিতে শেষবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর ২০১৩ সাল থেকে নিজেদের ঘরের মাঠে মোট ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। যেখানে ৪২টি জয়, ৫টি হার ও ৭টি টেস্ট ড্র করেছে তারা।
শনিবার (২৬ অক্টোবর) তৃতীয় দিনের প্রথম সেশনে ২৫৫ রানে অলআউট হয় কিউইরা। প্রথম ইনিংসে পাওয়া ১০৩ রানের লিড মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৩৫৮। আর তাতেই ভারতের সামনে জয়ের লক্ষ্য ৩৫৯।
বিস্তারিত আসছে……………