
ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত ও ১ হাজার ২০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানের দক্ষিণে শাহীদ রাজায়ি বন্দরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের বেশি সময়ে চেষ্টার পর সোমবার দুপুরের দিকে আগুন পুরোপির নিয়ন্ত্রণে এসেছে।
হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর বন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ অপসারণে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ প্রণালির মধ্য দিয়েই বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
ভয়াবহ এই বিস্ফোরণের কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বন্দরের কাস্টমস দফতর থেকে জানানো হয়েছে, সম্ভবত বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখা একটি গুদামের আগুন থেকে বিস্ফোরণ ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এসকানদার মোমেনির বরাত দিয়ে ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, শাহীদ রাজায়িতে আগুন নিয়ন্ত্রণে জাতীয় অভিযান শেষ হয়েছে। অগ্নিনির্বাপণের ব্যবস্থাপনা তাদের কাজ সমাপ্ত ঘোষণা করেছে।
সোমবার ঘটনাস্থল পরিদর্শনকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণে আহত ১২০ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তলব করা হয়েছে। বিস্ফোরণটি নিরাপত্তাবিধি লঙ্ঘন ও গাফিলতির কারণে ঘটেছে।