ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। শনিবার (২১ ডিসেম্বর) হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তেল আবিবের কাছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে ছোঁড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। তবে এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
শনিবার ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে তেল আবিব জেলার একটি আবাসনে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি বেনি ব্রাক শহরে পড়েছে।
হুথি বিদ্রোহীদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসব হামলা করছে এবং তারা গাজার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাবে।
এর আগে, গত ৯ ডিসেম্বর হুথিদের একটি ড্রোন হামলায় ইসরায়েলের ইয়াভন শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গত জুলাই মাসে তেল আবিবে একটি হুথি ড্রোন হামলায় এক ইসরায়েলি নিহত হন। পরবর্তীতে এর প্রতিশোধ নিতে ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালায় ইসরায়েল।
হুথিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে শিপিং লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়ে যাচ্ছে। এর জেরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাহিনী হুথি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে।