দালাল চক্রের কারণে বৈধপথে ইতালিতে যেতে তৈরি হয়েছে জটিলতা। তবে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশে বাংলাদেশিদের ঢল অব্যাহত রয়েছে। চলতি বছর ১১ হাজারেরও বেশি বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে।
স্বপ্নের দেশ ইতালিতে আসার স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে বাংলাদেশিদের। দালাল চক্রের কর্মকাণ্ডের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছে না বহু বাংলাদেশি।
এরই মধ্যে ইতালিতে ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাচ্ছে আগাম ফরম পূরণ। এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।
এদিকে বৈধপথে জটিলতা দেখা দেয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের ১০ মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন ১১ হাজারেরও বেশি বাংলাদেশি। তাদের রাখা হয়েছে রাজধানী রোমসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।
ইতালি প্রবাসীরা বলছেন, দালালদের কারণে বৈধপথে আসতে না পারার কারণেই এ পথ বেছে নিয়েছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোন সুযোগ নেই বলে সতর্ক করছেন তারা।
চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে ৫৭ হাজার ৯১১ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।