
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অচলাবস্থার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ সূত্র।
যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বর্তমানে কার্যত কোনো অগ্রগতি নেই। এমনকি আলোচনায় কাজ না হলে যুক্তরাষ্ট্রকে হয়তো এই প্রক্রিয়া থেকে সরে আসতে হতে পারে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।
এর আগে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, ইউক্রেন সংঘাত নিয়ে ‘উভয় পক্ষের প্রতি বিরক্ত ও ক্লান্ত’ হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্পের প্রধান লক্ষ্য ‘একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং এই সংঘাতের অবসান ঘটানো।’
লেভিট আরও জানান, চলমান অচলাবস্থায় ট্রাম্প কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। তবে কোনো পক্ষকেই বিনা প্রশ্নে সমর্থন দিতে রাজি নন।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান চালান প্রেসিডেন্ট পুতিন। এই হামলার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ সংঘাতের সূচনা হয় এবং তা এখনো অব্যাহত রয়েছে। পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে এটি সবচেয়ে তীব্র সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি করেছে, যা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর নজিরবিহীন।