আহমেদ রুবেলের প্রয়াণের পর আজ তার প্রথম জন্মদিন

শক্তিমান অভিনেতা আহমেদ রুবেলকে কেউ মনে রাখেনি। নাকি রেখেছে? প্রয়াণের পর আজ তার প্রথম জন্মদিন। বেঁচে থাকলে আজ হতো তার ৫৭তম জন্মদিন। যুগ বদলেছে, জন্মদিনে কাউকে স্মরণ মানে, ফেসবুকে একটা পোস্ট করা। সেও কি করেছে কেউ?

আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে। তার অভিনীত প্রথম নাটক সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর খ্যাতিমান কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ঈদের নির্মাণ ‘পোকা’য় অভিনয় করেন রুবেল। তার চরিত্র ‘গোরা মজিদ’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। পরে একুশে টেলিভিশনের ‘প্রেত’ ধারবাহিকে অভিনয় করেন রুবেল। সেটিও জনপ্রিয়তা পায়। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’য় অভিনয় করেছিলেন তিনি। এই নির্মাতার বেশ কিছু নাটকে নিয়মিত দেখা গেছে রুবেলকে।

অবশ্য ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রুবেল। এরপর ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’ ও ‘দ্য লাস্ট ঠাকুর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। ২০০৫ সাল থেকে টিভিনাটকে নিয়মিত হন তিনি। পাশাপাশি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ভারতের কলকাতার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় নাগ নির্মিত ভিন্নধারার চলচ্চিত্র ‘পারাপার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন আহমেদ রুবেল। তারপর প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’।

আহমেদ রুবেলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পেয়ারার সুবাস’। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পায়। মুক্তির আগের দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্স উদ্বোধনী প্রদর্শনীতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নান্দনিক অভিনয়শৈলী, দরাজ কণ্ঠের রুবেলকে আলাদা করা যেত। আজ তার জন্মদিনের কথা হয়তো কারও মনে নেই, কারও আছে। নির্মাতা বা সহকর্মী, কেউ হয়তো মনে রাখতে পারেননি ঘরভাঙা মানুষটির জন্মদিনের কথা। নাকি আজ তার জন্মদিনই না? অথচ তার অকাল মৃত্যু অনেককে মর্মাহত করেছিল! বিশেষ করে ‘অলাতচক্র’ ও ‘পেয়ারার সুবাসে’র সহশিল্পী জয়া আহসানকে। এখনও তার ফেসবুক কাভারে রুবেলের ছবি – জয়ার কাঁধে কবুতর তুলে রেখেছেন রুবেল! মৃত্যুর খবরটা জয়া সেদিন বিশ্বাসও করেননি। ফেসবুকেও তিনি স্মরণ করেননি রুবেলকে!

আহমেদ রুবেলের ঘনিষ্ঠজন ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। রুবেলের সঙ্গে তার সম্পর্ক অনেকটা বড় ভাই-ছোট ভাই। জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘জন্মদিনে রুবেলকে গভীর ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। রুবেলের আত্মা শান্তি পাক, সেই সেই কামনা করছি।’

  • Related Posts

    ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি রায় স্থগিত নয়, বাতিলের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

    জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতিতে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা সংক্রান্ত রায় স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এতে সসন্তুষ্ট নন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। তারা রায় এবং এ সংক্রান্ত মামলা পুরোপুরি বাতিল চান।…

    Continue reading
    জার্মানিতে বন্দুক হামলায় নিহত ২

    জার্মানির ফ্রাঙ্কফুর্টের উত্তরের শহর বাড নাউহাইমে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আমদের কাছে একজন অপরাধীর ইঙ্গিত আছে, তবে এই…

    Continue reading

    ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি রায় স্থগিত নয়, বাতিলের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

    ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি রায় স্থগিত নয়, বাতিলের দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

    জার্মানিতে বন্দুক হামলায় নিহত ২

    জার্মানিতে বন্দুক হামলায় নিহত ২

    বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, ভোগান্তি চরমে

    বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, ভোগান্তি চরমে

    দর্শক উপস্থিতিতে রেকর্ড, গোলহীন মেসি ও মিয়ামির জয়

    দর্শক উপস্থিতিতে রেকর্ড, গোলহীন মেসি ও মিয়ামির জয়

    সিনেমার নতুন জুটি ইমন-দীঘি

    সিনেমার নতুন জুটি ইমন-দীঘি

    নানা আয়োজনে নববর্ষকে বরণ করলো কুয়েত প্রবাসীরা

    নানা আয়োজনে নববর্ষকে বরণ করলো কুয়েত প্রবাসীরা

    জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান ড. ইউনূসের

    জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান ড. ইউনূসের

    ভারতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিহত এক পরিবারের ৮ জন

    ভারতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিহত এক পরিবারের ৮ জন

    কুমিল্লা পলিটেকনিকে ছয় দফা দাবী বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    কুমিল্লা পলিটেকনিকে ছয় দফা দাবী বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    সিলেট টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনই ব্যাকফুটে বাংলাদেশ

    সিলেট টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনই ব্যাকফুটে বাংলাদেশ