
দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে শোবিজে নিত্য নতুন নানা রকম এক্সপেরিমেন্ট চলে। অনেক নতুন জুটি হাজির হয় চমক নিয়ে। তেমনি চমক নিয়ে দুই বাংলার দর্শকের সামনে আসতে চলেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি সম্প্রতি কাজ করেছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায়।
হইচইয়ের জন্য নিপুন নির্মাণ করেছেন ‘জিম্মি’ নামের ওয়েব সিরিজ। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এটি দিয়ে দুই ভুবনের দুই তারকা জয়া ও নিপুন প্রথমবার একসঙ্গে কাজ করলেন। এটুকু প্রায় সবারই জানা। নতুন খবর হলো, সিরিজটি আসছে রোজা ঈদেই মুক্তি দেবে ওটিটি প্লাটফর্ম হইচই।
এই কাজটি নিয়ে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সাথে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

‘মহানগর’, ‘সাবরিনা’র পর ‘জিম্মি’ কেন? সেই জবাবে নিপুন বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।’
জয়া আহসানের সাথে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুন বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’
নিপুন জানান, ওয়েব সিরিজটিতে জয়া ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করেছেন। হইচই অরিজিনাল সিরিজ ‘জিম্মি’ দেখা যাবে ২৮ মার্চ থেকে।