আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি, মানুষ বিরক্ত হয়: শাহরুখ খান

গত সোমবার রাত তারকাদের উপস্থিতিতে ঝলমল করছিল নেটফ্লিক্সের প্রাঙ্গণ। নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ শীর্ষক আয়োজনে ঘোষণা করা হয় চলতি বছরে আসন্ন সিরিজ ও ছবির নাম। আর দেখানো হয় সিরিজ ও ছবির টিজার। এই রাতে একঝুড়ি বিনোদন নিয়ে হাজির ছিল নেটফ্লিক্স। কে ছিলেন না এ অনুষ্ঠানে—জিনাত আমান, শাহরুখ খান, সাইফ আলী খান, আর মাধবন, কপিল শর্মা, সিদ্ধার্থ, জয়দীপ অহলাওয়াত, ভেঙ্কটেশ, রানা দজ্ঞুবাতি, অর্জুন রামপাল, রাজকুমার রাও, পত্রলেখা, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, ঈশান খট্টর, ইব্রাহিম আলী খান, বাণী কাপুর, শেফালি শাহ, দিব্যেন্দু, ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী, পুলকিত সম্রাট, কীর্তি সুরেশ, খুশি কাপুরসহ আরও তারকার আগমনে এই রাত হয়ে উঠেছিল বিশেষ।

নেটফ্লিক্স এ বছর আনছে রোমান্স, কমেডি, অ্যাকশন, ড্রামা, থ্রিলার, স্পোর্টসসহ আরও নানান স্বাদের ছবি ও সিরিজ। এ বছর নেটফ্লিক্সের আঙিনায় অভিষেক হতে চলেছে বলিউডের দুই তারকা-পুত্রের। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম ‘নাদানিয়াঁ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে আসতে চলেছেন। করণ জোহর প্রযোজিত এই ছবিতে ইব্রাহিমের সঙ্গে রোমান্সে মাততে দেখা যাবে শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে।

নেটফ্লিক্সের রাতকে আরও উষ্ণ করে তুলেছিল ইব্রাহিম ও খুশির জুটি। ‘নাদানিয়াঁ’ ছবির গান ‘ইশক মে’-এর সঙ্গে তাঁদের রোমান্টিক নাচ; সমাগতদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
সব ছাপিয়ে এই আসরের শেষরাত আরও উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগমনে। শাহরুখ-পুত্র আরিয়ান খানের অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছিল। কিং খান নিজে এই রাতে ছেলে আরিয়ানের অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। তবে পর্দায় নয়, পর্দার পেছনে দেখা যাবে এই তারকা-পুত্রকে। পরিচালক হিসেবে অভিনয়জগতে আসতে চলেছেন আরিয়ান। ছেলের অভিষেক ঘিরে রীতিমতো উত্তেজিত কিং খান। শুধু পরিচালক হিসেবে নয়, লেখক হিসেবেও আত্মপ্রকাশ করছেন আরিয়ান। নেটফ্লিক্সের এই সিরিজ প্রযোজনা করছেন গৌরী খান। আরিয়ান পরিচালিত সিরিজের নাম ‘দ্য বাডস অব বলিউড’।

নেটফ্লিক্সের মঞ্চে শাহরুখ হাজির থাকলেও আরিয়ান আসেননি। বরাবরের মতো হাসি, গল্পে, খুনসুটিতে নেটফ্লিক্সের শেষরাত মাতিয়ে রেখেছিলেন কিং খান। আরিয়ানের এই সিরিজ প্রসঙ্গে শাহরুখ বলেছেন, ‘আমি এই সিরিজের কিছু পর্ব দেখেছি। পর্বগুলো দারুণ মজার। আর কোনো কিছু যখন মজার হয়, আমার তখন উপভোগ্য লাগে।আসলে লজ্জার কথা কী বলব, আজকাল আমার জোকস শুনে মানুষের খারাপ লাগে; বিরক্ত হন। তাই আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি। তবে পরম্পরা হিসেবে আমি আমার ছেলেকে এটা দিয়েছি। যাহ, এখন তুই কর বেটা। বাপের নাম উজ্জ্বল কর।’

এই বলিউড সুপারস্টার আরও বলেছেন, ‘এই শোর জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। হিন্দি সিনেমা, কলেজ, হোস্টেল থেকে যা কিছু ও শিখেছে, তার সব মিলিয়ে মিশিয়ে এই শোটা বানিয়েছে। মুম্বাই শহরে মানুষ যখন প্রথম আসে, তখন তার সঙ্গে কী কী ঘটে, তা এই সিরিজে দেখানো হয়েছে।’

শাহরুখ এদিন উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আবেগপ্রবণ হয়ে অনুরোধের সুরে বলেন, ‘আমার শুধু একটা প্রার্থনা, অনুরোধ আর প্রত্যাশা, আমার ছেলে পরিচালনার জগতে প্রথম পা রাখতে চলেছে, আমার মেয়ে অভিনেত্রী হওয়ার পথে, এই দুনিয়া আমাকে যে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশ যদি ওদের দেয়, তাহলেও অনেক বেশি। অনুগ্রহ করে আমার সন্তানদের ভালোবাসা দেবেন।’ আরিয়ান পরিচালিত এই মজার সিরিজে শাহরুখকে প্রযোজক হিসেবে দেখা যাবে কি না, সঞ্চালক মনীশ পাল জানতে চাইলে সুপারস্টার বাদশাহি আন্দাজে বলেন, ‘ভাই রে, আমি নামমাত্র প্রযোজক। আমি প্রযোজক, পরিচালক, লেখক নই। আমি শুধু এক তারকা।’
‘দ্য বাডস অব বলিউড’-এ যাঁরা অভিনয় করেছেন, শাহরুখ তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি শুধু আমার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই সিরিজে অভিনয় করেছেন। তাঁরা প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আমি তাঁদের এই সিরিজে কাজ করার কথা বলিনি। আরিয়ানের প্রতি ভালোবাসার টানে তাঁরা এই সিরিজে অভিনয় করেছেন।’ আরিয়ান পরিচালিত এই সিরিজের একঝলক অনুষ্ঠানে দেখানো হয়েছিল। টিজারে দেখা যায় যে আরিয়ানের পরিচালনায় শাহরুখ খান অভিনয় করছেন। আর বাবার অভিনয় কিছুতেই মনঃপূত হচ্ছে না ছেলের। তাই বারবার আরিয়ান ‘কাট’ ‘কাট’ বলে যাচ্ছেন। এ দেখে সাংবাদিক, দর্শকের হাসি থামে না!

  • Related Posts

    কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি এনসিপির

    খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অন্তর্বর্তী সরকারের ধীর পদক্ষেপের সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিক্ষার্থীদের প্রতি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ‘ধীর পদক্ষেপ’কে অবহেলার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন তারা।একইসঙ্গে কুয়েট…

    Continue reading
    ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

     খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন। পাশাপাশি তারা বুধবার (২৩ এপ্রিল) সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস বর্জন…

    Continue reading

    কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি এনসিপির

    কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি এনসিপির

    ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ক্লাস বর্জন ও প্রতীকী অনশনের আহ্বান জানিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

    ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

    সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প

    সৌদি, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প

    আধিপত্য বিস্তার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রুপে ককটেল বিস্ফোরণ

    আধিপত্য বিস্তার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রুপে ককটেল বিস্ফোরণ

    লখনৌকে উড়িয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি

    লখনৌকে উড়িয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি

    বদলে যাচ্ছে অস্কার, ৯৮তম আসরের তারিখ ঘোষণা

    বদলে যাচ্ছে অস্কার, ৯৮তম আসরের তারিখ ঘোষণা

    প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসালেন মালয়েশিয়ার জনপ্রতিনিধি

    প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় ভাসালেন মালয়েশিয়ার জনপ্রতিনিধি

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬