
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন আপাতত স্থগিত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবো। এই সময়ে তাদের যে কর্মকাণ্ড সেটার ওপর ভিত্তি করে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবো।
ইশরাক বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আশা রাখবো সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়নের মধ্যদিয়ে যে এজেন্ডা সেটা জনগণের কাছে তুলে ধরবেন। আমাদের নির্দেশনা এমন যে, আজ আমরা রায়টি পেয়েছি, যদি সরকার আবারও টালবাহানা করে, আবারও কালক্ষেপণ করে তাহলে কাল সবাই আমরা এখানে এসে আবার জড়ো হবো।
তিনি বলেন, আপনারা জানেন আমাদের এই কর্মসূচি কারণে সড়কে যানজট সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমরা এটাও বলে দিতে চাই, বর্তমান সরকার আমাদের অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যার কারণে বাধ্য হয়ে আমরা এমন কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিই।
এই বিএনপি নেতা বলেন, আমরা আগে যেটা বলেছিলাম যে, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেই দাবি দাবির জায়গায় থাকবে। সরকারের সঙ্গে আমাদের উচ্চপর্যায় থেকে আলাপ-আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। একটি একটি করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি।