আড়াই ঘণ্টা পর ফের শীর্ষস্থান দখলে নিলো বার্সেলোনা

ব্যবধান মাত্র আড়াই ঘণ্টার। এ সময়ের মধ্যে সিংহাসর দখলের জন্য স্প্যানিশ লা লিগায় হয়ে গেছে দুটি সম্মুখ যুদ্ধ। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মাস্তেলা স্টেডিয়ামকে কুরুক্ষেত্র বানিয়ে ৩-০ ব্যবধানে জিতে বার্সালোনার সিংহাসন দখলে নিয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ।

ওই রাতেই ২টায় মাঠে নেমে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে ফের শীর্ষস্থান দখল করেছে বার্সা। গোল দুটি করেছেন দানি ওলমো ও ফেরেন তোরেস।

দুর্দান্ত জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ তাদের চেয়ে এক পয়েন্ট পিছনে রয়েছে (৫৩)। রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, তবে তাদের একটি ম্যাচ হাতে রয়েছে। আজ রোববার জিরোনাকে আতিথ্য দেবে রিয়াল।

পুরো ম্যাচেই দুই দলের আক্রমণ ছিল নিষ্প্রভ, ধীরগতির খেলায় গোলের সুযোগ সৃষ্টি করতেও ব্যর্থ হচ্ছিলেন তারা। অবশেষে বার্সার হয়ে ৬২ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শট নিয়ে গোলের খাতা খোলেন ওলমো।

ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে ৯৫ মিনিটে কাছ থেকে জোড়ালো শটে দ্বিতীয় গোল করেন তোরেস। এতে নিশ্চিত হয় বার্সেলোনার জয়।

স্প্যানিশ টিভি মোভিস্টার প্লাসকে ওলমো বলেন, ‘কোনো চাপ নেই। আমরা এখনো নিজেদের ভাগ্য নিজেদের হাতে রেখেছি এবং সেটাই ধরে রাখার দায়িত্ব আমাদের। এই ম্যাচ থেকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নেওয়ায় আমি খুবই খুশি। কারণ লাস পালমাস অনেক ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল।’

প্রথমার্ধের শুরুতেই লাস পালমাসের ফরোয়ার্ড সান্দ্রোর দুর্দান্ত শট রুখে দেন বার্সার গোলরক্ষক ভয়চেক সিজনি। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সা কোচ হানসি ফ্লিক মিডফিল্ডার ফারমিন লোপেজের বদলে দানি ওলমোকে নামানোর সিদ্ধান্ত নেন। জার্মান মাস্টারমাইন্ডের সিদ্ধান্তের ইতিবাচক প্রতিফলন হয় ৬২ মিনিটে।

লামিন ইয়ামালের চমৎকার পাস ধরে ওলমো ডি-বক্সের ভেতরে জায়গা খুঁজে নেন। দ্রুত ডান দিক থেকে বাঁ দিকে কেটে নিয়ে এক ঝাঁঝালো শট নেন, যা ক্রসবারে লেগে গোললাইন ভেদ করে যায়।

৮০ মিনিটে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে বল লাগার পর লাস পালমাসের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানায়। তবে ভিএআর দীর্ঘ সময় পর সিদ্ধান্ত দেয় যে, আগে থেকেই অফসাইড ছিল, ফলে পেনাল্টি বাতিল হয়।

শেষ দিকে লাস পালমাস নিজেদের ভুলে গোল উপহার দেয় বার্সাকে। ৯৫ মিনিটে ভুল পাস থেকে দ্রুত বল কেড়ে নেয় বার্সা। রাফিনহার পাস ধরে তোরেস বাঁ পায়ের শটে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন।

  • Related Posts

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    চার ঘণ্টা ধরে চলমান ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থেমেছে। এরপরই সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উভয় কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে…

    Continue reading
    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরুর জেরে বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েছে। ফলে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজার ও ডলারের দামে। সোমবার (২১…

    Continue reading

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট