রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় সংস্করণ আসতে চলেছে। এই সিরিজের নাম ‘সিটাডেল: হানি বানি’। রাজ-ডিকে পরিচালিত সিরিজটিতে জুটি বেঁধে আসছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু।
আমার মনে হয় শুধু দক্ষিণ ভারত আমাকে অ্যাকশন তারকা হিসেবে বিবেচনা করছে। “সিটাডেল”-এর পর আমি অ্যাটলি এবং কীর্তি সুরেশের সঙ্গে “বেবি জন”–এ কাজ করছি। আশা করি, এবার অন্য নির্মাতারাও অ্যাকশন ছবির জন্য আমাকে ভাববেন।
বরুণ ধাওয়ান
এই সিরিজে দেখা যাবে বরুণ-সামান্থার দুরন্ত রসায়ন। সম্প্রতি সিরিজটি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে বরুণ ও সামান্থা সিরিজটিকে ঘিরে নিজেদের অভিজ্ঞতার কথা মেলে ধরেন।
আগামী ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে আসছে ‘সিটাডেল: হানি বানি’। গত মঙ্গলবার এই স্পাই থ্রিলারধর্মী সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু, সিকান্দার খের, পরিচালক রাজ-ডিকেসহ আরও অনেকে।
‘সিটাডেল’-এর মাধ্যমে বরুণ ও সামান্থা স্পাই ইউনিভার্সে পা রাখতে চলেছেন। এই সিরিজে বরুণকে ‘বানি’ ও সামান্থাকে ‘হানি’র ভূমিকায় দেখা যাবে। রাজ-ডিকে পরিচালিত এই সিরিজে বরুণ-সামান্থাকে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে। তাঁদের রসায়ন এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রাজ নিজের চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে জানান, ‘আমাকে এই সিরিজের জন্য অনেক ট্রেনিং নিতে হয়েছে। আমি রাজ-ডিকে এবং সীতার ছত্রচ্ছায়ায় কাজ করেছি। শুটিংয়ের সময় রোজ রাতে রাজ-ডিকের ফোন আসত। আমরা মূলত অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে বেশি আলোচনা করতাম। রাজ-ডিকে বলতেন দৃশ্যগুলো এভাবে করতে বা ওভাবে করতে হবে। আশা করি আমাদের কাজ দর্শক পছন্দ করবেন।’
সামান্থা বলেছেন, ‘এই সিরিজে আমরা সবার সহযোগিতা পেয়েছি। সিরিজটি মুক্তির দিন কাছাকাছি এসে গেছে। আর তাই আমি দারুণ খুশি।’ ‘হানি’র চরিত্রে প্রস্তাব পাওয়ার পর কী অনুভূতি হয়েছিল, সেটাও জানান এই দক্ষিণি তারকা। সামান্থার কথায়, ‘এটা এক আন্তর্জাতিক গল্প। এতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন। তাই এই প্রস্তাব আসার পর আমার দুর্দান্ত লেগেছিল। এই সিরিজের কাহিনি মানুষের সঙ্গে জড়িয়ে আছে।’
বলিউড ইন্ডাস্ট্রিতে বরুণ ১২ বছর পার করে ফেলেছেন। এ উপলক্ষে তাঁকে সবাই এদিন শুভেচ্ছা জানান। এদিনের আসরে বরুণ জানান, বাজেট কম থাকায় নির্মাতা আদিত্য চোপড়া তাঁকে অ্যাকশন ছবিতে নিতে চাননি। তিনি এ কথাও বলেন, শুধু দক্ষিণ ভারতীয় নির্মাতারা তাঁর অ্যাকশন প্রতিভাকে খুঁজে বের করেছে।
অভিনেতা বলেন, ‘আমার মনে হয় শুধু দক্ষিণ ভারত আমাকে অ্যাকশন তারকা হিসেবে বিবেচনা করছে। “সিটাডেল”-এর পর আমি অ্যাটলি এবং কীর্তি সুরেশের সঙ্গে “বেবি জন”–এ কাজ করছি। আশা করি, এবার অন্য নির্মাতারাও অ্যাকশন ছবির জন্য আমাকে ভাববেন।’
বরুণ জানান, ‘আদিত্য চোপড়া আমাকে বলেছিলেন, এত বড় বাজেট নেই যে আমাকে অ্যাকশন ছবিতে উনি নিতে পারেন। এরপর একাধিক বার আদির (আদিত্য) দেখা হয়েছে। প্রতিবার এ ব্যাপারে কথা বলেছি। তারপরও আমি সুযোগ পাইনি। এই সিরিজে সুযোগ দেওয়ার জন্য আমি অ্যামাজন ও রাজ-ডিকে-কে ধন্যবাদ জানাই।’
‘সিটাডেল: হানি বানি’ নব্বই দশকের আধারে নির্মাণ করা হয়েছে। এই সিরিজে ভরপুর স্ট্যান্ট আছে। রাজ-ডিকে জানান যে বরুণ নিজে এসব স্ট্যান্ট করেছেন। ৭ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম-এ স্ট্রিম হতে চলেছে সিরিজটি।