হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা রজনীকান্ত। সোমবার মধ্য রাতে এই মেগাস্টারকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতাল বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রজনীকান্ত। হৃদ্রোগ–সংক্রান্ত সমস্যাও দেখা দেয় বর্ষীয়ান অভিনেতার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতেই রজনীকান্তের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরাও।
প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমার বন্ধু রজনীকান্ত হাসপাতালে ভর্তি। দ্রুত তার আরোগ্য কামনা করছি।’ অভিনেতা-রাজনীতিবিদ শরৎ কুমার লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার প্রিয় বন্ধু রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রার্থনা করছি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
কদিন আগে আসন্ন সিনেমার গান প্রকাশে উপস্থিত ছিলেন যখন, তখন মঞ্চে নাচেন তিনি। গানের হুক স্টেপগুলো ফুটিয়ে তোলেন নিখুঁতভাবে। ভক্তরা বলছেন, সে নাচ দেখে অনুমানও করা যায়নি। সহসা তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন। তাই রজনীকান্তের হাসপাতালে ভর্তির খবর যেন আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে তাঁর অনুরাগীদের।
রজনীকান্ত মুক্তিপ্রত্যাশী দুটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। খুব শিগগিরই পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, লোকেশ কানারাজের কুলি মুক্তি পাবে। ভক্তরা আশা করছেন ১০ অক্টোবরের আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত।
২০২৩ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত অভিনীত জেলার। সেই বছরের অন্যতম বড় হিট ছিল ‘জেলার’।