
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তার নাম এবার জড়িয়ে গেল অর্থ কেলেঙ্কারিতে। অর্থ আত্মসাতের এক মামলায় তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে এই তারকাকে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, হায়দরাবাদের রিয়েল এস্টেট কোম্পানি সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা কোটি টাকার প্রতারণা মামলায় অভিনেতার নাম জড়িয়েছে। অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান থেকে জমি কিনে নিঃস্ব হয়েছেন বহু সাধারণ মানুষ। আর এই প্রতারণায় ওই কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মহেশ বাবু। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
তদন্তে উঠে এসেছে, সাই সূর্য ডেভেলপারস মহেশ বাবুকে প্রায় ৬ কোটি টাকা পরিশোধ করেছে। এর মধ্যে সাড়ে ৩ কোটি টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হলেও আড়াই কোটি টাকা নগদে দেওয়া হয়। যা ইডির সন্দেহের মূল কারণ। ইডি ধারণা করছে, এই নগদ লেনদেন রিয়েল এস্টেট জালিয়াতির অংশ হতে পারে।
ইতোমধ্যে ইডি ১৬ এপ্রিল হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদের চারটি স্থানে অভিযান চালিয়েছে। মামলাটি ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্তাধীন।
মহেশ বাবুর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ না থাকলেও, তার জনপ্রিয়তা ব্যবহার করে প্রচারে অংশ নেওয়ায় বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে দাবি তদন্ত সংস্থার। বিশেষ করে, এত বড় অঙ্কের নগদ লেনদেন ও তা লুকানোর প্রক্রিয়া নিয়ে রয়েছে ইডির প্রশ্ন।
তদন্তকারীরা মনে করছেন, প্রচার মুখ হিসেবে মহেশ বাবুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাই পুরো বিষয়টি জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।