
সৈয়দা তুহিন আরা করিম। দেশের শোবিজ অঙ্গণে তিনি অপি করিম নামে পরিচিত। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে দর্শকহৃদয় জয় করা এই অভিনেত্রী এর বাইরেও একাধারে একজন মডেল, নৃত্যশিল্পী ও স্থপতি। আজ পহেলা মে (১ মে) গুণী এই অভিনেত্রীর জন্মদিন।
১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করার মাধ্যমে এই তারকার দেশের শোবিজ অঙ্গণে যাত্রা শুরু হয়। এরপর মডেলিং থেকে শুরু করে নাটক, টেলিফিল্মসহ চলচ্চিত্রেও অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি।
মোস্তফা সরোয়ার ফারকী পরিচালিত নিজের অভিনয় জীবনের প্রথম সিনেমা ‘ব্যাচেলর’-এ কাজ করেই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন অপি।
এই অভিনেত্রী ১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেন। বুয়েট থেকে স্নাতক ডিগ্রী অর্জন করার পর জার্মানি থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। গুণী এই অভিনেত্রী বহু দর্শকনন্দিত নাটক ছাড়াও অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চে অভিনয়, নাচ, সিনেমা এসবেও নিজ প্রতিভার ছাপ রেখেছেন।
অভিনয় পেশার বাইরে অপি করিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করে থাকেন।