
‘হেরা ফেরি ৩’ নিয়ে বলিউডে চলছে তুমুল বিতর্ক। সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর পরেশ রাওয়ালের নামে আইনি নোটিশ পাঠিয়েছেন অক্ষয় কুমার। এবার সেই নোটিশের জবাবে মুখ খুললেন পরেশ। শনিবার এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি তার অবস্থান পরিস্কার করেছেন।
সেখানে অভিনেতা লেখেন, ‘আমার আইনজীবী আমিত নায়েক একটি যথাযথ জবাব পাঠিয়েছেন। এটা পড়ার পরই সব বিষয় মিটে যাবে।’
সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর বিষয়ে পরেশ জানান, সময় এবং অর্থ নিয়েই অনিশ্চয়তা ছিল। ছবির শুটিং শুরু হবে আগামী বছর। এটি মুক্তি পাবে আরও পরে। প্রায় দুই বছর অপেক্ষা করতে হতো পুরো পারিশ্রমিকের জন্য। তাই আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
পরেশ রাওয়াল ইতিমধ্যেই ফেরত দিয়েছেন ১১ লাখ রুপির সাইনিং অ্যামাউন্ট। সঙ্গে দিয়েছেন ১৫ শতাংশ সুদও। তবু প্রযোজকপক্ষ তার উপর ক্ষুব্ধ।
অক্ষয় কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘এই সিনেমার পেছনে অনেক খরচ হয়েছে। অভিনেতাদের পারিশ্রমিক, লোকেশন, সরঞ্জাম, ট্রেলারের শুটিংসহ সব মিলিয়ে অনেক খরচ। এ সময়ে পরেশ রাওয়ালের সরে যাওয়াটা হতাশাজনক।’
‘হেরা ফেরি’ সিরিজে পরেশ রাওয়ালের ‘বাবুরাও’ চরিত্র এতটাই জনপ্রিয় যে তার না থাকা মানেই সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ছবির আরেক অভিনেতা সুনীল শেঠি হতাশা প্রকাশ করেছেন। ভক্তরাও হতাশ।
এখন দেখার বিষয়, পরেশ রাওয়ালের উত্তর পেয়ে অক্ষয় কুমার কী পদক্ষেপ নেন। সেইসঙ্গে আদৌ ‘হেরা ফেরি ৩’ ছবিটি নির্মাণ হবে কী না সে নিয়েও তৈরি হয়েছে সংশয়।