ইউক্রেনে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বড় ধরনের হামলা

ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রাতে বেশ বড় পরিসরে হামলা চালায় মস্কো।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন ছোড়া হয়।  

ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি কোম্পানি বলছে, হামলায় তাদের থার্মাল এনার্জি প্ল্যান্টসে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার হামলায় তিনটি অঞ্চলে জরুরি বিদ্যুৎবিহীন অবস্থা ঘোষণা করা হয়েছে।  

এদিকে পশ্চিম ইউক্রেনে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। এতে পোল্যান্ড তাদের যুদ্ধবিমান মোতায়েন করে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা বলছে, রাশিয়ার ড্রোন হামলায় মাইকোলেইভ শহরে দুই নারী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ছয়জন।

শহরে আবাসিক ভবন, গাড়ি, শপিং সেন্টারসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে বলে জানান মাইকোলেইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম।  

ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ইউক্রেনজুড়ে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর সময় রাশিয়া প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন ছোড়ে।  

তিনি বলেন, মস্কো তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট স্বীকার করেন, অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই। মেরামত চলছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার চালানো বৃহৎ হামলার সময় ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসবের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ছিল।

রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর ইউক্রেনজুড়ে হামলার সাইরেন বেজে ওঠে।  

দেশটি এ ধরনের অনেক হামলার সম্মুখীন হয়েছে, কিন্তু সেপ্টেম্বরের শুরুর পর থেকে এটিই ছিল সবচেয়ে বড় সমন্বিত হামলা।

  • Related Posts

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ দেখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রের মিজৌরির সেন্ট লুইসের ওপর দিয়ে বয়ে যাওয়া সম্ভাব্য একটি টর্নেডোসহ প্রবল ঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সেন্ট লুইসের মেয়র ক্যারা স্পেনসার। খবর এপির। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি মেনে নিলো সরকার

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    আটকে আছে ‘থান্ডারবোল্টস’ মুক্তি, ক্ষোভে হামলার হুমকি দর্শকের!

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    মালদ্বীপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    শনিবার এমআরএ ভবন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    রাজধানীতে দিনভর গরমের পর রাতে স্বস্তির বৃষ্টি

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    জবি শিক্ষার্থীদের একাংশের আন্দোলন অব্যাহত, চান সুস্পষ্ট রোডম্যাপ

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান

    দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান