নতুন গল্পে জোভান-মেহজাবীন

ফারহান আহমেদ জোভান, মেহজাবীন চৌধুরী ও প্রবীর রায় চৌধুরী। নাট্যাঙ্গনে এ তিনজনের মূল পরিচয় ‘বেস্ট ফ্রেন্ড’। ব্যক্তিজীবন ছাড়াও তাদের প্রফেশনাল বন্ধুত্ব আছে। তাদের বন্ধুত্বের পরিচিতিটা গড়ে উঠেছে মূলত নাটকে কাজ করতে গিয়ে।

আর সেই নাটকটি হলো ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালের দিকে জোভান-মেহজাবীনকে জুটি করে প্রবীর বানিয়েছিলেন নাটকটি। তখন তুমুল জনপ্রিয়তা পায় সেটি। এরপর আরও দুটি নাটক নির্মাণ করেন একই নামে। যেন প্রবীর গড়ে তোলেন নাটকের একটি সফল ট্রায়ো! তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এরমধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত হলেন।

আশার কথা, লম্বা বিরতির পর ফের এক হলো এই সফল ‘বেস্ট ফ্রেন্ড’ ট্রায়ো। ৭ নভেম্বর সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ঘোষণা দিয়েছে এই ত্রয়ীকে এক করার। নিশ্চিত করেছেন প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুও। এদিকে ফের এক হতে পেরে বেশ খুশি প্রবীর-মেহজাবীন-জোভান।

জোভান বলেন, ‘অনেক দিন পর আমরা আবারও কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছ’।

এদিকে মেহজাবীন তাদের এ প্রজেক্ট প্রসঙ্গে অনেকটাই বিস্তারিত ও স্মৃতিকাতর। তিনি বলেন, ‘‘আমার মনে হয় ‘বেস্ট ফ্রেন্ড’ ২০১৮ সালে শুট করা হয়েছিল। এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সাথে আমার প্রথম কাজ। নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে ‘অভিযোগ’ গানের জন্য। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছি”।

এরপর মাঝে লম্বা সময়। এরমধ্যে নাটক থেকেও অনেকটা দূরে সরেছেন মেহজাবীন। তাহলে ফের এক হলো কেমন করে এ তিনজন? জবাবে মেহজাবীন বলেন, ‘অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের সেই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি ২০১৮ এবং পরের সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাবো’।

নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’।

প্রবীর বলেন, ‘‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের শেষ গল্প নির্মাণের প্রায় ৪ বছর পর আবারও আমরা এক হচ্ছি। আমাদের লক্ষ্য ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে (১৪ ফেব্রুয়ারি)। এবার একেবারে নতুন একটা গল্প। মূলত এই গল্পের অভাবেই মাঝে আমাদের লম্বা সময় গ্যাপ। অবশেষে, গল্পটি নিয়ে আমরা সবাই সম্মত হয়েছি। আশা করি, কাজটি করে দর্শকদের যে উন্মাদনা রয়েছে ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্জাইজির প্রতি, তা পূরণ করবে।’’

  • Related Posts

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রথম পর্যায়ে পুলিশের এসআই ও এএসআইদের এ ঋণ দেওয়া…

    Continue reading
    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    পহেলগামে হামলার পর চলমান অবস্থা ও জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিল্লির বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করছেন। এতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি জাতীয়…

    Continue reading

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    মোটরসাইকেল কিনতে ঋণ পাবেন পুলিশ সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টা

    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত

    আইপিএল ঘরের মাঠে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি

    আইপিএল ঘরের মাঠে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি

    মেহজাবীনের সিনেমা বিদেশে পুরস্কৃত

    মেহজাবীনের সিনেমা বিদেশে পুরস্কৃত

    মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে দূতাবাসের পাসপোর্ট সেবা

    মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে দূতাবাসের পাসপোর্ট সেবা

    ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

    ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

    শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    শেখ রেহানার স্বামীসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    অনুমতিহীন হজের চেষ্টা করলে কড়া শাস্তির ঘোষণা সৌদি আরবের

    অনুমতিহীন হজের চেষ্টা করলে কড়া শাস্তির ঘোষণা সৌদি আরবের

    ইরানে বিস্ফোরণ ৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো আগুন, নিহত বেড়ে ৭০

    ইরানে বিস্ফোরণ ৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো আগুন, নিহত বেড়ে ৭০