শরীরচর্চা না করেও যেভাবে ওজন কমালেন বিদ্যা বালান

দীর্ঘ ১৭ বছর পর সবাইকে চমকে দিয়ে ‘মঞ্জুলিকা’ হয়ে পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। লম্বা সময় পর এই জায়গায় আসতে অনেক কাঠগোড় পোড়াতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সময় চেহারা নিয়ে প্রায়ই কটাক্ষের মুখে পড়তেন তিনি। তবে সমালোচনায় শুনে কখনও ভেঙে পড়েননি। বরং তিনি সব সময় বলেছেন, শারীরিক গঠন সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না। তার এই বার্তা অনুপ্রেরণা জুগিয়েছে বহু নারীকে। সেই মানুষটিই এক মোহনীয় রূপ নিয়ে হঠাৎ চমকে দিলেন দর্শককে। 

জানা যায়, পেশাগত প্রয়োজনে ওজন ঝরিয়েছেন বিদ্যা। এখন তিনি ছিপছিপে, পাতলা গড়নের। এ যেন সেই পুরোনো মঞ্জুলিকা!

সম্প্রতি বিদ্যা ওজন কমানোর বিষয়ে মুখ খুলেছেন। বিদ্যা বলেন, এর আগে আমি ওজন কমাতে কম চেষ্টা করিনি। শরীরচর্চা, ডায়েট সব কিছুই করছি। সুফল পায়নি, তা নয়। তবে কয়েক মাসের ব্যবধানে ফের ওজন বেড়ে গেছে। এমন কেন হচ্ছে, সেটা জানতে চেন্নাইয়ের একজন পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করি। 

তিনি আমাকে বলেন, শরীরে বিভিন্ন সংক্রমণের কারণে ওজন কমছে না। তিনি ভরসা দিয়েছিলেন। আমার ওজন বেড়ে যেতে পারে এমন খাবার খাওয়া বন্ধ করতে বলেন। সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এমন খাবার খেতে বারণ করেন। দই, পালং যে আমার ওজন বেড়ে যাওয়ার কারণ, পুষ্টিবিদ জানান আমাকে। তারপর থেকে ওই খাবারগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি চিরতরে।

তা হলে কি বিদ্যা শরীরচর্চা করতেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান। একদমই নয়। বিদ্যা জানিয়েছেন, তিনি রোগা হওয়ার জন্য জিমে যাননি। এমনকি বাড়িতেও শরীরচর্চা করেননি। পুষ্টিবিদের পরামর্শেই শরীরচর্চা করা বন্ধ করেন তিনি। 

অথচ এর আগে নিয়ম করে জিমে যেতেন বিদ্যা। কাজের মতো শরীরচর্চাও করতেন নিষ্ঠার সঙ্গে। কিন্তু নজরে পড়ার মতো কোনো সুফল তিনি পাননি। তবে ‘ভুলভুলাইয়া ৩’-র শুটিংয়ের আগে উঠেপড়ে লাগেন তিনি। 

পুষ্টিবিদের পরামর্শেই শুরু হয় বিদ্যার ওজন কমানোর সফর। পুষ্টিবিদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন তিনি। পরিশ্রমের ফল যে ভালো হয়েছে, বিদ্যাকে দেখেই তা বোঝা যাচ্ছে।

  • Related Posts

    গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে: আসিফ মাহমুদ

    যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা এ…

    Continue reading
    নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

    আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে। সোমবার নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য…

    Continue reading

    গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে: আসিফ মাহমুদ

    গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে: আসিফ মাহমুদ

    নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

    নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

    বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ

    বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় যা বলছে কর্তৃপক্ষ

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

    গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১