পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর টানা তিনটি টেস্ট বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। মাঠে বাজে পারফর্মেন্সের পাশাপাশি মাঠের বাইরের ঘটনাও আলোচনায় রয়েছে। বাংলাদেশের সকল পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। তার আগে সোমবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, ‘পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়া যায় না। তবে পরিবেশটা অন্তত ঠিক রাখা যায়। বাংলাদেশ দল এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’
তবে বাংলাদেশের অবস্থা যেমনই হোক না কেন, এইসব নিয়ে ভাবেনই না প্রোটিয়া অধিনায়ক।
মার্করাম বলেন, ‘আমরা এসব নিয়ে ভাবিই না। এটা আমাদের দল, আমাদের ক্যাম্পের বাইরের বিষয়। আমরা নিশ্চিত করতে চাই আমাদের পরিবেশ ঠিকঠাক আছে। পারফরম্যান্স যেমনই হোক দলের পরিবেশ যেন ভালো থাকে।’
এদিকে সম্ভাবনা খুব কম থাকলেও এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন মার্করাম। তিনি বলেন, ‘আমাদের হাতে এখনো পাঁচটি টেস্ট ম্যাচ আছে এবং আমাদের সম্ভবত বেশির ভাগ ম্যাচই জিততে হবে। পাঁচটি টেস্ট মানে অনেক খেলা। কাজেই আমরা এখন যেখানে আছি, সেখান থেকে এটা খুবই সম্ভব। আশা করি, আমরা সেশন ধরে ধরে, ম্যাচ ধরে ধরে এগোতে পারব, আমাদের সুযোগটা বাড়াব।’