চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে তেলবাহী একটি ট্যাংকারে জেনারেটর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারে থাকা ৬ জন দগ্ধ হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহরের কয়লা ঘাট এলাকায় ওটি সাদিয়া অনিক নামে তেলবাহী ট্যাংকারে এ ঘটনা ঘটে। ট্যাংকারটিতে সাড়ে সাত লাখ লিটার ডিজেল ও পেট্রল ছিল।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন রুবেল (৩৫), গোলাপ (৫০), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫)।
বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নিদগ্ধ ৬ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত গোলাপ নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ আলম আরও বলেন, প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌ ফায়ার সার্ভিসসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে তেলভর্তি ট্যাংকারটিসহ আশপাশের স্থাপনা।
তেলবাহী ট্যাংকার ওটি সাদিয়া অনিকের কর্মী মো. আলমগীর বলেন, ‘শুক্রবার সাড়ে সাত লাখ লিটার ডিজেল ও পেট্রল নিয়ে জাহাজটি চাঁদপুর ডাকাতিয়া নদীসংলগ্ন পদ্মা তেল ডিপোর পাশে নোঙর করে। আজ বিকেলে ডিপোতে তেল আনলোড করতে জেনারেটর চালু করলে হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা তিনজন ট্যাংকার থেকে নিচে নামায় রক্ষা পাই। তবে বাকি ছয়জন ট্যাংকারে থাকায় অগ্নিদগ্ধ হয়ে যান।’