সীমান্তে গুলির শব্দ, ওষুধ ব্যবসায়ীর মরদেহ নিয়ে গেলো বিএসএফ

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে গুলি ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রেজাউল করিম (২৬) নামের এক ওষুধ ব্যবসায়ীর মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, রেজাউল করিম একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনতে ভারতে যান। বৃহস্পতিবার রাত ৯টার সীমান্তে বিকট গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ওই রাতে রেজাউল করিম ফেরত আসেননি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তের।

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যায়। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। চিঠিতে মৃত্যুর কারণ বা কেন তিনি ভারতে প্রবেশ করেন। তা উল্লেখ করা হয়নি।

তিনি আরও বলেন, আমরা শনিবার একটি চিঠি পাঠাব। তবে, আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

  • Related Posts

    দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

    দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।  ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের…

    Continue reading
    সীমান্তে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত

    ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্ত এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রয়েছে পাকিস্তানি সেনাদের। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা…

    Continue reading

    দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

    দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

    সীমান্তে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত

    সীমান্তে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত

    খাগড়াছড়ির ৩ সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

    খাগড়াছড়ির ৩ সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

    শেষ ওভারে ধোনির ছক্কা, রোমাঞ্চকর জয় চেন্নাইয়ের

    শেষ ওভারে ধোনির ছক্কা, রোমাঞ্চকর জয় চেন্নাইয়ের