৭২ সালের সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কথা জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলেন, ‘বাকশালীয় সংবিধান গণ-অভ্যুত্থানের পর যেখানে প্রাসঙ্গিক নয়, সেখানে সেই সংবিধানের রাষ্ট্রপতিও বহাল থাকতে পারে না। ৭২ এর সংবিধান বাকশালীয় সংবিধান। গণ-অভ্যুত্থানের পর এটি আর প্রাসঙ্গিক নয়।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিভিন্ন রাজনৈতিক দল সাংবিধানিক দোহাই দিয়ে চুপ্পুকে বহাল রাখতে চায়। কিন্তু আমরা বলে দিতে চাই, যারা গণ-অভ্যুত্থানের পক্ষে তারা ৭২ এর সংবিধানের পক্ষে থাকতে পারে না।’
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি আমাদের জাতীয় ঐক্যে না আসে তাহলে আমরা তাদের বাদ দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলে ফ্যসিবাদের বিরুদ্ধে রাজপথে তার সমাধান করব। আমরা এখনও বঙ্গভবনে স্বৈরাচারদের দেখতে পাচ্ছি। আমরা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এই বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি।’
এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আরেক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ জানায়, বৃহস্পতিবার ৫টার মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে তাদের কাছে নীতিগত সম্মতি জানিয়েছেন সরকারের প্রতিনিধিরা।
বৈষম্যহীন বাংলাদেশ প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক হয়ে জাতীয় ঐক্যের আহ্বানও জানান তারা।