রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতাররা হলেন- সাজ্জাদ হোসেন (২৮), সবুজ মিয়া (২০), কাউছার (২৬) ও ওসমান গনি (২৫)।

শুক্রবার (১৮ অক্টোবর) দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে দারুসসালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৫ টি রামদা, ৪টি হাঁসুয়া ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় দারুসসালাম থানায় গ্রেফতার চারজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু-তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৮২১ জন

     দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৮২১জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট আসানি গ্রেপ্তার করা হয় ৯৯৬ জন। রোববার (১১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড…

    Continue reading
    তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তিনি বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত। একই সঙ্গে তিনি অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই…

    Continue reading

    দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৮২১ জন

    দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৮২১ জন

    তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

    তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

    সাতক্ষীরার শ্যামনগর বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেওয়া হচ্ছে

    সাতক্ষীরার শ্যামনগর বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জনকে থানায় নেওয়া হচ্ছে

    এল ক্ল্যাসিকো ২-০ গোলে পিছিয়েও প্রথমার্ধে ৪-২ গোলে এগিয়ে বার্সেলোনা

    এল ক্ল্যাসিকো ২-০ গোলে পিছিয়েও প্রথমার্ধে ৪-২ গোলে এগিয়ে বার্সেলোনা