নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত–পাকিস্তানকে বিদায় করে ‘সেমিফাইনালে নিউজিল্যান্ড’

মোনা মিশরাম ভারতের হয়ে ২৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন। বড় আশা নিয়ে তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের জন্য গোটা ভারত প্রার্থনা করবে। প্লিজ পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারাও।’

ভারতের ক্রিকেটপ্রেমীরা যে প্রার্থনায় বসেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। হারমনপ্রীত কৌররাও নিশ্চয়ই মনে মনে প্রার্থনা করেছেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টিকে থাকা নিশ্চিত করতে আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কিছু শর্ত মেনে জয়ের বিকল্প ছিল না। পাকিস্তানেরও অবশ্য সম্ভাবনা ছিল শর্ত পূরণ করে জিতে শেষ চারে ওঠার।  কিন্তু শর্ত পূরণ দূরে থাক, ফাতিমা সানার দল স্বাভাবিক খেলাই তো খেলতে পারেনি।

আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ২০ ওভার খেলে ৬ উইকেটে ১১০ রান তোলায় পাকিস্তানের ‘অবদান’ ৮টি ক্যাচ মিস! এরপর একটি সমীকরণ মাথায় নিয়ে রান তাড়া করতে নেমেও ভারতীয়দের হতাশ করেছে পাকিস্তান। ১১.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ৫৬ রানে।

এই হারে পাকিস্তানের সঙ্গে ভারতও বিদায় নিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। নিউজিল্যান্ড ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠল সেমিফাইনালে। এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

৪ ম্যাচে ৪ জয়ে মোট ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয়ও ২ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে বাড়ি ফিরল ভারত। তাঁদের বাড়ি ফেরা নিশ্চিতের পাশাপাশি ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা পাকিস্তানের ফেরাও নিশ্চিত হলো। ৪ ম্যাচের সবগুলো হেরে এই গ্রুপের তলানির দল শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন সুজি বেটস। ২২ রান এসেছে ব্রুক হ্যালিডের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন নাসরা সান্ধু। তাড়া করতে নেমে সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের সামনে সমীকরণ ছিল এমন—১১১ রান করতে হবে ১০.৪ ওভারের মধ্যে। ১১২ করলে সেটি করতে হবে ১০.৫ ওভারে। ১১৩ করলে তা ১১তম ওভারের শেষ বলে।

Third catch of the innings for captain @imfatimasana â˜ï¸

New Zealand are 5️⃣ down for 102 with one over to go 🏏#PAKWvNZW | #T20WorldCup | #BackOurGirls pic.twitter.com/phaRfyryne— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2024

কিন্তু শুরু থেকেই দ্রুত উইকেট পতনে পাকিস্তান এই লক্ষ্যের পিছু ছুটতে পারেনি। উল্টো ১০.৩ ওভারের মধ্যে ৫৫ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। এরপর আর ম্যাচে টিকে থাকতে পারেনি ফাতিমা সানার দল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১১০/৬ (বেটস ২৮, ব্রুক ২২; নাসরা ৩/১৮, ওমাইমা ১/৪)

পাকিস্তান: ১১.৪ ওভারে ৫৬ ( ফাতিমা ২১, মুনিবা ১৫; কার ৩/১৪, কারসন ২/৭ )

ফল: নিউজিল্যান্ড ৫৪ রানে জয়ী।

ম্যাচসেরা: ইডেন কারসন (নিউজিল্যান্ড)।

  • Related Posts

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী হজ দলের (২০২৫) পাঁচ দিনব্যাপী প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২১ এপ্রিল) সেনাপ্রধান প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেন বলে সেনাবাহিনীর ভেরিফাইড…

    Continue reading
    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ…

    Continue reading

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    সেনাবাহিনী হজ দলের প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    পোপ ফ্রান্সিস মারা গেছেন

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    বাংলাদেশকে ৮২ রানের লিড দিলো জিম্বাবুয়ে

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই

    জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা অসুস্থ, জানালেন নিজেই

    প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা

    প্রাইম এশিয়ার শিক্ষার্থী হত্যা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা

    গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৩৩ ফিলিস্তিনির, লেবাননে ২

    গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৩৩ ফিলিস্তিনির, লেবাননে ২

    যেসব জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

    যেসব জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

    রোহিত-সূর্যকুমারের ব্যাটে চেন্নাইকে উড়িয়ে দিলো মুম্বাই

    রোহিত-সূর্যকুমারের ব্যাটে চেন্নাইকে উড়িয়ে দিলো মুম্বাই

    কুরবানির ঈদে বড়পর্দা কাঁপাতে প্রস্তুত মোশাররফ-রাজ-ফারিণের ‘ইনসাফ’

    কুরবানির ঈদে বড়পর্দা কাঁপাতে প্রস্তুত মোশাররফ-রাজ-ফারিণের ‘ইনসাফ’