ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান দল

চতুর্থ দিনই নির্ধারিত হয়ে গিয়েছিল মুলতান টেস্টের ভাগ্য। তবে পাকিস্তানের কাছে সুযোগ ছিল ইনিংস ব্যবধানে হার এড়ানোর। শেষমেশ সেটাও পারল না তারা। ইনিংস ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়েছে শান মাসুদের দল।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান দল। ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে ব্যাট করে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ২২০ রানে অলআউট হয় স্বাগতিকরা।  

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম দেখল ক্রিকেটবিশ্ব। প্রথম ইনিংসে ৫০০’র বেশি রান করে প্রথম দল হিসেবে ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান। ইনিংস ব্যবধানে হারের অভিজ্ঞতা প্রথমবার হলেও প্রথম ইনিংসে পাঁচ শতাধিক রান করে আরও চারবার হেরেছে পাকিস্তান। 

এই হারে লাল বলের ক্রিকেটে ব্যর্থতার পাল্লা আরও ভারী হলো পাকিস্তানের। দেশের মাটিতে এ নিয়ে টানা ১১ টেস্ট জয়হীন পাকিস্তান। ঘরের মাঠে সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচ জিতেছিল দলটি। পাকিস্তান ক্রিকেটে এর আগে এমন ১১ ম্যাচ জয়হীন থাকার ঘটনা ঘটেছিল ৪৯ বছর আগে। তবে সেবার সেই ১১ ম্যাচের মধ্যে ১০টিতে ড্র করেছিল দলটি। এবার বেশিরভাগই হার।

শান মাসুদের অধিনায়কত্বে এই নিয়ে মোট ৬ বার হারল পাকিস্তান। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে নেতৃত্ব শুরু করার পর এখন পর্যন্ত দলকে একটিও জয় এনে দিতে পারেননি এই অধিনায়ক। 

৬ উইকেটে ৫২ রান নিয়ে শুক্রবার (১১ অক্টোবর) পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। ম্যাচ বাঁচাতে হলে প্রায় পুরো দিনই ব্যাট করতে হতো পাকিস্তানকে। আর ইনিংস হার এড়াতে দরকার ছিল ১১৫ রান। তবে কোনোটাই করতে পারল না পাকিস্তান।


গত দিন ৪১ রানে অপরাজিত থাকা আগা সালমান এদিন ফিফটির দেখা পেয়েছেন। তবে ফিফটি পেরিয়ে বেশিদূর যেতে পারেনিনি তিনি। ৫৫ রান করে ফেরেন এই ব্যাটার। তার বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। আর অসুস্থ থাকায় ব্যাট করতে পারেননি আবরার আহমেদ। তাই ৯ উইকেট পরার পরই শেষ হয় পাকিস্তানের ইনিংস। আমের জামাল অপরাজিত ছিলেন ১০৪ বলে ৫৫ রান করে।

এর আগে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রানের বড় পুঁজি পেয়েছিল পাকিস্তান। তবে জো রুট ও হ্যারি ব্রুকের বিশ্বরেকর্ড গড়া জুটির সঙ্গে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের মাঝারি দুটি ইনিংসে ভর করে ইংল্যান্ড ৮২৩ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে। ব্রুক ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পান, রুট ষষ্ঠবারের মতো করেন ডাবল সেঞ্চুরি। ব্রুকের ৩১৭ রানের মতো রুটের ২৬২ রানের ইনিংসটাও ক্যারিয়ারসেরা। তাদের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ২৬৭ রানের লিড নেয় পাকিস্তান। 

২৬৭ রানের লিডকে সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ১০০ রান ছোঁয়ার আগেই সাজঘরের পথ ধরেন ৬ ব্যাটার। সপ্তম উইকেটে সালমান এবং আমের জামাল ১০৯ রানের জুটি গড়লেও দলের হার এড়াতে পারেননি। 

  • Rofiq Kazi

    Related Posts

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    রাজধানীর আজিমপুরে বাসায় দিনদুপুরে লুটপাট চালিয়ে একটি ফুটফুটে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। রাজধানীর আজিমপুরে ফারজানা আক্তার নামে এক নারীর বাসায় সাবলেটে থাকা আরেক নারী তিনজন ব্যক্তি নিয়ে হানা দিয়ে লুটপাট…

    Continue reading
    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা…

    Continue reading

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার