শারদীয় দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়াও নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা ও ঢাকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম আবার পুরোদমে চালু হয়েছে বলেও জানান আইজিপি ময়নুল ইসলাম।
পূজার নিরাপত্তা নিয়ে ময়নুল ইসলাম বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের পর্যবেক্ষণ সেলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ ব্যাপারে তৎপর রয়েছে।’
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমন প্রত্যাশার কথা জানিয়ে আইজিপি বলেন, যদি কেউ কোনো কিছু ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সব অপকর্মে জড়িতদের প্রতিও হুঁশিয়ারি দেন আইজিপি ময়নুল ইসলাম।
এছাড়াও গুজব ছড়ানোর কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহসহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা।